বিশ্ববিদ্যালয়ের বাসে বসে দুই বন্ধুর কথোপকথন :
শরিফ : আবির, তুমি কোন বিষয়ে অনার্স করছো?
আবির: কম্পিউটার বিজ্ঞানে, তুমি?
শরিফ: দর্শনে।
আবির: চমৎকার! দর্শনের একটি অন্যতম বিষয় হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের যে অনেক সাদৃশ্য আছে এটা কি তুমি জান?
শরিফ: হ্যাঁ জানি, তবে বৈসাদৃশ্যও অনেক। যেমন, ধরো যুক্তিবিদ্যা হলো দর্শনের অন্তর্ভুক্ত যা কলা, অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান হলো বিজ্ঞান।
আবিরের পঠিত বিষয়ের সাথে শরিফের পঠিত বিষয়ের অনেক সাদৃশ্য বিদ্যমান। যেমন- (
i. চিন্তন প্রক্রিয়ার আশ্রয় উভয় ক্ষেত্রে বিদ্যমান
ii. ভাষার প্রকাশ উভয়ক্ষেত্রে রূপগত বা আকারগত
iii. 'cut, copy, paste'- শব্দগুলো উভয় ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?