ক্লাস ছুটির পর ইমন তার বন্ধু রিয়াজকে বললো, এই রিয়াজ তুই কি কখনো তাজমহল দেখেছিস? রিয়াজ বললো, ছবিতে দেখেছি, কত সুন্দর! তুই কি জানিস, কে তাজমহল নির্মাণ করেছেন? ইমন বললো, মুঘল বংশের অন্যতম শাসক সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। বর্তমানে বিশ্বে সপ্তাশ্চর্যের অন্যতম একটি হলো এই তাজমহল।
উদ্দীপকে বর্ণিত ইমারতটি সপ্তাশ্চর্যের বিষয়। কারণ-
i. ইমারতটি নান্দনিক তাৎপর্য বিদ্যমান
ii. ইমারতটি কলার অন্তর্ভুক্ত, আর কলা মানুষের মনকে আকর্ষণ করে
iii. ইমারতটির আবেদন মানুষের অনুভূতিকে জাগ্রত করে ও উদ্দীপ্ত করে
নিচের কোনটি সঠিক?