অনুশীলনী (৭.৩)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত সরল সমীকরণ | - | NCTB BOOK
55
55

১। x3-3=0 সমীকরণের মূল নিচের কোনটি?

ক. -9 খ.-3 গ. 3 ঘ. 9

২। একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য (x + 1) সে.মি., (x + 2) সে.মি. ও (x + 3) সে.মি. (x > 0) । ত্রিভুজটির পরিসীমা 15 সে.মি. হলে, x এর মান কত?
(ক) 3 সে.মি. (খ) 6 সে.মি. (গ) ৪ সে.মি. (ঘ) 9 সে.মি.

৩। কোন সংখ্যার এক-চতুর্থাংশ 4 এর সমান হবে?
(ক) 16 (খ) 4 (গ) 14(ঘ) 16

৪। (2,-2) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ

৫। y অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত?
(ক) 0
(খ) 1
(গ) X
(ঘ) y

৬। দুটি সংখ্যার বিয়োগফল y, বড়ো সংখ্যাটি z হলে, ছোটো সংখ্যাটি কত?
(ক) z - y
(খ) z + y
(গ) - y - z
(ঘ) - z + y

৭। abxyএর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি?

(ক) abcxyz (খ) a2bx2y

(গ) 2ab 2xy (ঘ) ab2xy2

৮। 3x + 1 = 0 সমীকরণের ঘাত কত?

(ক)-13 (খ) 13

(গ) 1 (ঘ) 3

৯। কোন সংখ্যার সাথে 5 যোগ করলে 15 হবে?
(ক) -20
(খ) 10
(গ) -10
(ঘ) 20

১০। x এর কোন মান 4x+1=2x+7 সমীকরণকে সিদ্ধ করে?
(ক) 0
(খ) 2
(গ) 3
(ঘ) 4

১১। চিত্র থেকে নিচের ছকটি পূরণ কর:
(উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে)

১২। নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীরচিহ্ন অনুযায়ী যোগ কর ও চিত্রটির জ্যামিতিক নামকরণ কর।
(ক) (2, 2) (6, 2) (6, 6) (2, 6) (2, 2)
(খ) (0, 0) (- 6, - 6) (8, 6) (0, 0)

১৩। সমাধান কর এবং সমাধান লেখচিত্রে দেখাও।
(ক) x - 4 = 0
(খ) 2x + 4 = 0
(গ) x + 3 = 8
(ঘ) 2x + 1 = x - 3
(ঙ) 3x + 4 = 5x

১৪। একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (x+2) সে.মি., (x+4) সে.মি. ও (x+6) সে.মি. (x > 0)
এবং ত্রিভুজটির পরিসীমা 18 সে.মি.।
ক. প্রদত্ত শর্তানুযায়ী আনুপাতিক চিত্র আঁক।
খ. সমীকরণ গঠন করে সমাধান কর।
গ. সমাধানের লেখচিত্র আঁক।

১৫। ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব 77 কি.মি.। একটি বাস ঘণ্টায় 30 কি.মি. বেগে ঢাকা থেকে আরিচার পথে রওনা দিল। অপর একটি বাস ঘণ্টায় 40 কি.মি. বেগে আরিচা থেকে ঢাকার পথে একই সময়ে রওনা দিল ও বাস দুটি ঢাকা থেকে x কি.মি. দূরে মিলিত হলো।
ক. বাস দুটি আরিচা থেকে কত দূরে মিলিত হবে তা x এর মাধ্যমে প্রকাশ কর।
খ. x এর মান নির্ণয় কর।
গ. গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে?

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion