কার্তিক বাবুর সন্তান জন্মের ষষ্ঠ মাসে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান করেন। অন্যদিকে অপূর্ব ও অপর্ণা সর্ব সম্মতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে যজ্ঞের মাধ্যমে একটি অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক বন্ধনে আবদ্ধ হন।
অপূর্ব ও অপর্ণা যে বন্ধনে যুক্ত হয়েছে, সে সংস্কারটিব মাধ্যমে-
i. মানবমনের সুকুমার বৃত্তিগুলো বিকশিত হয়
ii. পুরুষ লাভ কবে পিতৃত্ব এবং নারী লাভ কৰে মাতৃত্ব
iii. স্ত্রী-পুরুষের জীবন চলার ক্ষেত্রে বৈষমা সৃষ্টি কবে
নিচের কোনটি সঠিক?