লেখাপড়ায় বিপুলের মন নেই। সবসময় শ্রীকৃষ্ণের কথাভাবে। কীভাবে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে সর্বদা এই চিন্তা করে। অপরদিকে অলকা তার গুরুদেবের কাছ থেকে জানতে পারে, যারা পাপী তাদের জন্য ভগবান কাঁদে। তাদেরকে কৃপা করেন। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন।
বিপুলের সাথে কোন মহাপুরুষের মিল রয়েছে?