হযরত ওমর (রা.) কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন প্রথমত, বিদ্রোহী মালিক ইবনে গোবায়রা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত, অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতাজ্ঞানে পূজা করতে শুরু করে।
সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে "মানুষ মুহম্মদ (সা.)" এর প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়?