Frequently Asked Questions

স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ শিক্ষাভিত্তিক ওপেন প্লাটফর্ম
স্যাট একাডেমি এবং এর সকল ফিচার, ব্যবহারবিধি, প্রাইভেসি, টার্মস & কন্ডিশন ইত্যাদি সম্পর্কে বহুবিধ তথ্যের সমন্বয়ে গঠন করা হয়েছে স্যাট এর FAQ সেকশন। অর্থাৎ এখান থেকে স্যাট ও ফিচার সম্পর্কে আপনার সকল অজানা বিষয় জানতে পারবেন।

Contributions

না,সম্ভব না।

অবশ্যই আয়ের সুযোগ আছে।প্রতি Contribution এ ০.২৫ থেকে ৫ টাকা পর্যন্ত আয়ের সুযোগ আছে।তাই আর দেরি কেন,নিয়মিত Contribute করুন ও আয়ের সুযোগ লুফে নিন।

Top  Contributors হতে হলে আপনাকে নিয়মিত অবদান রাখতে হবে ও নিজের র‍্যাংকিং বাড়াতে হবে।

হ্যা।প্রতি মাসের Top  Contributors দের ওয়েবসাইট এ পাবলিশ করা যায়।

Current Affairs (Samprotik)

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে with সিলেক্ট করতে হবে তা হলে আপনি শুধু mcq পেয়ে জাবেন ।

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে without  সিলেক্ট করতে হবে তা হলে আপনি শুধু  এক কথায় প্রকাশ পেয়ে জাবেন ।

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে with & without  সিলেক্ট করতে হবে তা হলে আপনি mcq & এক কথায় প্রকাশ পেয়ে জাবেন ।

আপনি শেয়ার  করতে পারেন যে কোন মাধ্যমে করতে পারে ।

হ্য্‌ আপনি ব্যাখ্যা অ্যাড করতে পারেন ।

হ্যা, আপনি Edit  করতে পারেন ।

 জি হ্যা আপনি ব্যাখ্যা Add করলে টাকা পাবে। ব্যাখ্যাটি সম্পন্ন হলে আপনি টাকা পাবেন ।

কোন একটি ভিডিও বা পোস্ট আমি সগ্রহ করে রাখতে চাই এই সগ্রহ করে রাখার প্রত্রিয়াকে Bookmark বলে ।

যেই ভিডিও বা পোস্ট আপনি নিচের কাছে সগেহ করতে চান ওই ভিডিও বা পোস্ট এর নিচে Bookmark অপসন দিয়া আছে ।

একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি বাংলা,ইংরেজি, না সাধারণজ্ঞান এইটি বুঝানোর জন্য Tag ব্যবহার করা হয় ।

 

Uploaded Questions

স্যাট একাডেমির হোম পেইজে গিয়ে উপরে ডানপাশে others এ ক্লিক করবেন। সেখানে upload your question সিলেক্ট করবেন। তখন উপরে দেওয়া ছবিটির মতো দেখাবে, সেখানে ছবিতে চিহ্নিত বাটনটিতে ক্লিক করবেন।

সকল ধরনের প্রশ্ন আপলোড করা যাবে।

হ্যা আছে। ইমেজ ও পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন।

স্যাট একাডেমির হোম পেইজে গিয়ে উপরে ডানপাশে others এ ক্লিক করবেন। সেখানে upload your question সিলেক্ট করবেন। তখন উপরে দেওয়া ছবিটির মতো দেখাবে সেখানে অ্যারো দেওয়া আইকন গুলোতে ক্লিক করবেন।

হ্যাঁ আছে। প্রশ্ন আপলোডের মাধ্যমে প্রোফাইলের পয়েন্ট বাড়ে, এবং বিভিন্ন ব্যাজ পাওয়া যায়।

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion