Frequently Asked Questions

স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ শিক্ষাভিত্তিক ওপেন প্লাটফর্ম
স্যাট একাডেমি এবং এর সকল ফিচার, ব্যবহারবিধি, প্রাইভেসি, টার্মস & কন্ডিশন ইত্যাদি সম্পর্কে বহুবিধ তথ্যের সমন্বয়ে গঠন করা হয়েছে স্যাট এর FAQ সেকশন। অর্থাৎ এখান থেকে স্যাট ও ফিচার সম্পর্কে আপনার সকল অজানা বিষয় জানতে পারবেন।

Bookmarks

স্যাট অ্যাকাডেমীর বিভিন্ন কন্টেন্ট পরবর্তিতে সহজে খুঁজে পেতে বুকমার্ক ফিচার ব্যবহার করা যায়। বুকমার্ক করে রাখা বিভিন্ন কন্টেন্ট পরবর্তিতে আপনার প্রোফাইল থেকে সহজে খুঁজে পাবেন।

আপনি ওয়েবসাইটের যেকোনো কন্টেন্ট এ গিয়ে থ্রি-ডটে ক্লিক করলেই বুকমার্ক অপশন পাবেন এবং বুকমার্ক করে রাখলে সেই বিষয় বা কনটেন্ট সহজেই আপনার প্রোফাইল থেকে ভিজিট করতে পারবেন।

আপনার প্রোফাইল এ গেলে বুকমার্ক অপশন দেখতে পাবেন ও সহজে ভিজিট করতে পাবেন।

আপনার প্রোফাইল থেকে বুকমার্ক অপশনে গেলে পূর্বে বুকমার্ক কৃত সকল লিস্ট একত্রে দেখতে পাবেন ও প্রতিটির পাশেই ডিলিট বাটন পাবেন। ডিলিট বাটনে ক্লিক করে বুকমার্ক মুছে ফেলতে পারবেন।

আপনার প্রোফাইল থেকে বুকমার্ক অপশনে গেলে পূর্বে বুকমার্ক কৃত সকল লিস্ট একত্রে দেখতে পাবেন ও প্রতিটির পাশেই ইডিট বাটন পাবেন। ইডিট বাটন ক্লিক করে নাম পরিবর্তন ও পরিমার্জন করতে পাবেন।

বুকমার্ক করে রাখলে আপনার পছন্দ কৃত কন্টেন্ট গুলো সহজেই খুঁজে পাবেন এতে আপনার সময় ও শ্রম লাগব হবে।

প্রোফাইল এ গিয়ে বুকমার্ক অপশন এ যাবেন এরপর একটি লিস্ট দৃশ্যমান হবে, লিস্ট থেকে কাঙ্খিত ফোল্ডার সিলেক্ট করলেই প্রিন্ট অপশন পাবেন। প্রিন্ট করে বুকমার্ক ফোল্ডার শেয়ার করতে পারবেন।

প্রোফাইল এ গিয়ে বুকমার্ক অপশন এ যাবেন এরপর একটি লিস্ট দৃশ্যমান হবে, লিস্ট থেকে আপনার কাঙ্খিত বুকমার্ককৃত কন্টেন্ট দেখতে হলে ফিল্টার করতে হবে। আপনি এডমিশন,এমসিকিউ,সাম্প্রতিক সহ বিভিন্ন ধরনের ফিল্টার পাবেন।

জ্বী  করা যাবে।প্রোফাইল এ গিয়ে বুকমার্ক অপশন এ যাবেন এরপর একটি লিস্ট দৃশ্যমান হবে, লিস্ট থেকে কাঙ্খিত ফোল্ডার সিলেক্ট করলেই প্রিন্ট অপশন পাবেন।

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion