উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

রাকিব আহমেদ আর্থিক সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে অপারগ হন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে বেকারত্ব অবসানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে আত্মীয়স্বজন থেকে ধার করে ৬,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে তার নিকট ১,০০,০০০ টাকা পুঁজি রয়েছে। চাকরির প্রতি তার খুব বেশি আগ্রহ নেই।

এই অনুচ্ছেদের নীতিশিক্ষা হলো- 

i. অভাব মানুষের উদ্যোগ থামাতে পারে না 

ii. উদ্যোগ থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায় 

iii. অভাবের কারণে পড়ালেখা বন্ধ হলে মানুষের মৎস্য চাষই করতে হবে 

নিচের কোনটি সঠিক?

dsuc.created: 10 months ago | dsuc.updated: 10 months ago
dsuc.updated: 10 months ago
Promotion