রাকেশ বাবু নিয়ম নীতি মেনে বেদসহ অন্যান্য ধর্ম গ্রন্থ পাঠ করেন। গ্রন্থ পাঠের মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য একটি যজ্ঞ করেন। অন্যদিকে, নীলকান্ত বাবু জগতের সকল কর্মত্যাগ করে ঈশ্বর চিন্তায় মেতে থাকেন। ফলমূল খেয়ে জীবন ধারণ করেন। মঠ-মন্দিরে রাত্রি যাপন করেন।
নীলকান্ত বাবুর কার্যকলাপ যে আশ্রমর্ভূক্ত তার মূল বিষয় হলো-
i. ভোগাসক্তি ত্যাগ করা।
ii. ফলের আশা ত্যাগ করে কর্ম করা
iii. পূজা-অর্চনার মাধ্যমে আত্মা নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?