বাংলা মাসের শেষদিন উপলক্ষে মধুমিতা তাদের বাড়িতে 'নীল পূজা' করেছে। মধুমিতা নৃত্যে পারদর্শিতার জন্য এ দেবতাকে ডক্তিসহকারে স্মরণ করছে। অপরদিকে, মলি তার ভাইয়ের কল্যাণ কামনায় কার্তিক মাসের বিশেষ তিথিতে উপবাস থেকে ভাইয়ের কপালে চন্দনের লেপন দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করে।
মলির ভাইয়ের উদ্দেশ্যে পালিত অনুষ্ঠানটির তাৎপর্য হলো
i. জাতীয় ঐক্য সৃষ্টি করা
ii. সবকিছু ভুলে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা
iii. ভাই বোনের মধুর সম্পর্ক স্থাপন করা
নিচের কোনটি সঠিক?