শিক্ষক রাশেদ সাহেব তার ছাত্রকে আধুনিক ভারতের রূপকারদের সম্পর্কে পড়াল। তিনি বলেন যে, সেই সময়ে এমন এক ব্যক্তি ছিলেন যিনি তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারাকে পরিবর্তন করে এক নতুন সমাজ গঠন করতে হবে বুঝতে পারেন। তিনি তৎকালীন হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ কৌলীন্য প্রথা রোধ করে নারীদের জীবনের অস্থিরতাকে দূর করেন।