চীনের চলমান কূটনীতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
541
541

জেনে নিই

  • বিশ্বের প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়- চীন।
  • বর্তমান বাণিজ্য-যুদ্ধ/নয়া স্নায়ু যুদ্ধে বিদ্যমান- চীন ও যুক্তরাষ্ট্র।
  • দালাইলামা ধর্মীয় নেতা- চীনের তিব্বত প্রদেশের। কনফুসিয়াস- চীনা দার্শনিক।
  • দার্শনিক ‘ফালুন গং'- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন ।
  • 'উইঘুর' হলো - চীনের জিনজিয়াং প্রদেশের একটি মুসলিম সম্প্রদায়।
  • বিশ্বে প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল- চীনে ।
  • চীনের ধানভান্ডার হিসাবে পরিচিত- হুনান প্রদেশ। চীনের প্রধান উপজাতি- হান।
  • আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। চীনের মোট প্রদেশ ২৯ টি।
  • চীনে ‘এক সন্তান নীতি' চালু করে- ১৯৭৯ সালে এবং বিলুপ্ত করে- ২০১৬ সালে ।
  • চীনে বর্তমানে প্রেসিডেন্টের মেয়াদ বিলুপ্ত করা হয়েছে।
  • পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে চীনে।
  • মেরিন লিজার্ড- একটি উভচর ড্রোন।
common.content_added_by

নেকড়ে যোদ্ধা কূটনীতি

466
466

রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশ্বিক প্রভাব বৃদ্ধি ও পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবিলায় এই কূটনৈতিক তৎপরতা। আমেরিকা যে চীনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করছে, চীনকে সকল ক্ষেত্রে কোণঠাসা করতে বিভিন্ন সংগঠন তৈরি করছে এসকল কার্যকলাপ পদদলিত করতেই চীনের প্রেসিডেন্ট সি জিন পিং ২০২০ সঙ্গে এই আক্রমণাত্মক কূটনীতির অবতারণা করেন।

common.content_added_by

পিং পং ডিপ্লোমেসি

379
379

১৯৭১ সালে দীর্ঘদিনের শত্রুতা সম্পন্ন দুই দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের উন্নতির জন্য পিং পং কূটনীতি (Ping Pong Diplomacy) এর মাধ্যমে মার্কিন টেবিল টেনিস দল চীন সফর করে। এই সফরের মধ্য দিয়ে দেশ দুটির দীর্ঘ দিনের বৈরী সম্পর্কের বরফ গলতে আরম্ভ করে এবং চীন জাতিসংঘের সদস্যপদ লাভ ও স্থায়ী প্রতিনিধি লাভ করে।

common.content_added_by

ওয়ান বেল্ট ওয়ান রোড

494
494

One Belt One Road (OBOR) মেগা প্রকল্পটি গণচীন সরকারের ২০১৬ সালে হন্ত সমুদ্রপথে আন্তর্জাতিক বন্দর, ভূমিতে আন্তঃসীমান্ত সড়ক, উচ্চগতির রেলপথ, বিমানবন্দর এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণের কৌশল। এই উদ্যোগের পরিধি। অনিকভাবে এশিয়া ও ইউরোপের প্রায় ৬০ টি দেশ। ওয়ান বেল্ট, ওয়ান রোড বন্ত্রিক ট্রেডিং ব্যবস্থার বিপরীতে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ। এবং নি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। বেন্ট অ্যান্ড রোড। শিয়েটিভ এখন ঐতিহাসিক "সিল্ক রোড" বাণিজ্য রুটের সময় ভৌগোলিক | জাতাকে বোঝায়, যা প্রাচীনকালে ব্যবহৃত হতো। BRI এর উদ্দেশ্যে বাণিজ্যিক হও এর পেছনে ভূ-রাজনীতি বিদ্যমান।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion