অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য স্কাউটিং ও গার্ল গাইডিং | - | NCTB BOOK
83
83

বহুনির্বাচনি প্রশ্ন

১. 'দি ব্লু বার্ড বুক' বইটি কাদের জন্য লেখা?
ক. হলদে পাখি
খ. গার্ল গাইড
গ. বয়েজ স্কাউট
ঘ. রোভার স্কাউট

২. বিশ্ব স্কাউট সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
ক. লন্ডন
খ. জেনেভা
গ. ঢাকা
ঘ. নয়াদিল্লি

৩. গার্ল গাইডের প্রতিষ্ঠাতা কে?
ক. লর্ড ব্যাডেন পাওয়াল
খ. লেডি ব্যাডেন পাওয়াল
গ. এগনেস
ঘ. হেনরী ডোনান্ট

৪. উপদল পদ্ধতির সুবিধা-
i. কার্যক্রম পরিচালনা করা সহজ হয়
ii. স্কাউট স্তর চিহ্নিত করা যায়
iii. সচেতনতা বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৫। উপদল পতাকায় পাট কোন রং নির্দেশ করে?
ক. সবুজ
খ. হলুদ
গ. লাল
ঘ. সাদা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
এস. আর বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ছাত্ররা বার্ষিক তাবুবাস, জাম্বুরি ও সকল স্কাউট কার্যক্রমে অংশ নেয়। প্রতি বছরই তারা বিভিন্ন পর্যায়ে পুরস্কার লাভ করে। তবে জি. এম বিদ্যালয়ের ছাত্ররা স্কাউট কার্যক্রমে নিষ্ক্রিয় ছিল। কিন্তু এস, আর বিদ্যালয়ের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে জি. এম বিদ্যালয়ের ছাত্ররা স্কাউট কার্যক্রমে সক্রিয় হয়ে উঠে এবং বিভিন্ন বিষয়ে অংশ নেয়।

৬। এস.আর বিদ্যালয়ের ছাত্ররা কোনটিতে পারদর্শিতা অর্জন করেছে?
ক. প্রাথমিক প্রতিবিধান
খ. গ্যাজেট তৈরি
গ. টেন্ডারফুট ব্যাজ তৈরি
ঘ. স্যানিটেশন

৭। জি. এম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কোনটিতে সক্রিয় হয়ে উঠে?
ক. সেলাই
খ. কৃষি
গ. স্যানিটেশন
ঘ. ল্যাশিং

৮। গ্যাজেট কী?
ক. বিভিন্ন গেরো সম্পর্কে জানা
খ. কয়েকটি বাঁশকে দড়ি দিয়ে পেঁচিয়ে বাঁধা
গ. বাঁশ দিয়ে আসবাবপত্র রাখার ব্যবস্থা করা
ঘ. কোম্পানির কার্যক্রম পরিচালনা করা

৯। উপদল পতাকায় সাদা রঙ কী নির্দেশ করে?
ক. তারুণ্যের উদ্দীপনা
খ. সোনালি আঁশ
গ. নতুন সূর্যোদয়
ঘ. ভ্রাতৃত্বের চিহ্ন

১০. গার্ল গাইডের উদ্দেশ্য কী?
ক. নিজেকে বড়ো মনে করা
খ. নিজের আর্থিক সুবিধা লাভ করা
গ. সেবা করার জন্য তৈরি থাকা
ঘ. সহপাঠীদের বিরোধ মীমাংসা করা

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion