বহুনির্বাচনি প্রশ্ন
১. যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৮৩
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৮
২. যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
i সকলকে সুশিক্ষিত করা
ii মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা
iii মানুষের মাঝে সচেতনতা তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি হোন্ডা দেন। বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায়। মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয়। ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে।
৩. মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে?
ক. নিরক্ষরতা
খ. যৌতুক
গ. কুসংস্কার
ঘ. জনসংখ্যা স্ফীতি
8. উক্ত সমস্যার কারণ হচ্ছে-
i দারিদ্র্য
ii নারীর নির্ভরশীলতা
iii আইনের দুর্বল প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১. জাহিদ রক্ষণশীল পরিবারের একমাত্র সন্তান। নাসিমার সাথে জাহিদের বিয়েতে জাহিদের মা বাবা কিছু মূল্যবান উপহারসামগ্রী ও ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা নিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হয় নি। জাহিদ তাদেরকে বুঝিয়ে বলল যে, এগুলো গ্রহণ করা কিংবা এই প্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। জাহিদের বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারলেন।
ক. এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে কী নিয়ে যেত?
খ. কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লেখিত প্রথার রোধ কল্পে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে? তোমার মতামত দাও।
common.read_more