সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. মানুষকে এক লিঙ্গবিশিষ্ট প্রাণী বলা হয় কেন?
২. জরায়ু কী? এর প্রয়োজনীয়তা কী?
৩. অমরা কী? অমরার কাজ কী?
৪. এইডস রোধে কী কী ব্যবস্থা নেওয়া উচিত?
৫. প্রজনন-সংক্রান্ত হরমোনগুলোর কাজ ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১. ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন? বর্ণনা কর।
২. এইডস রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর।
কখ গাঘি
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন ফুলে দ্বিগুচ্ছ পরাপদস্ত থাকে?
ক. জবা
খ. মটর
গ. শিমুল
ঘ. সূর্যমুখী
২. বায়ুপরাগী ফুল-
১।
ক. পরাগথলি কী?
খ. অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কী বোঝায়?
গ. P অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কী ঘটবে ব্যাখ্যা কর।
ঘ. ৫ চিহ্নিত অংশটি কীভাবে প্রজাতিকে রক্ষা করে যুক্তিসহ তোমার মতামত ব্যক্ত কর।
২. ১২ বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায়। ইদানীং কিছু দৈহিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি তার গলার স্বর মোটা হয়ে গেছে। তাই তার মা চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন, এ সময়ে শিশুদের মধ্যে এরূপ পরিবর্তন ঘটাই স্বাভাবিক।
ক. অমরা কী?
খ. AIDS-কে ঘাতক রোগ বলা হয় কেন?
গ. হৃদয়ের ঐ সময়ের ঘটনাগুলো ঘটার কারণ ব্যাখ্যা কর।
ঘ. হৃদয়ের ঐ সময়ে পরিবারের বড়দের, তার প্রতি করণীয় ভূমিকাগুলো ব্যাখ্যা কর।
common.read_more