সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. ফাইটোহরমোন কী?
২. অভিকর্ষ উপলব্ধি কী?
৩. স্নায়ুতন্ন কাকে বলে?
৪. কেন্দ্রীর স্নায়ুতন্ত্র কী নিয়ে গঠিত?
৫. প্যারালাইসিস কেন হয়?
রচনামূলক প্রশ্ন
১. উদ্ভিদের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা আলোচনা কর।
২. থাইরয়েড সমস্যার লক্ষণপুলো লেখ।
বহুনির্বাচনি প্রশ্ন
১. খাইমাস প্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
ক. থাইরক্সিন
খ. প্যারাথাইরক্সিন
গ. থাইমোক্সিন
ঘ. থাইরোট্রপিন
২. আইলেটস অফ ল্যাংগারহ্যানস-
দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক. 1
খ. i ও ii
গ. ও
ঘ. i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও
৩. চিত্রে 'A'-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য।
ক. আলোক দিকমুখীনতা
খ. ভূ-দিকমুখীনতা
গ. পানি দিকমুখীনতা
ঘ. রাসায়নিক দিকমুখীনতা
৪. চিত্রে 'A' অংশটি সৃষ্টিতে কোনটি কাজ করে?
ক. অক্সিজেন
খ. জিবেরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. অ্যাবসিসিক এসিড
সৃজনশীল প্রশ্ন
১. অহনা বাবার সাথে কৃষি খামারে ঘুরতে যেয়ে বিভিন্ন ধরনের গাছ পর্যবেক্ষণ করে। সে দেখল, একটি করে আলো জ্বালিয়ে ছোট ছোট চারা গাছ রাখা আছে এবং ঘরটি বেশ ঠান্ডা। সে আরও দেখল, কিছু ফলদ গাছের ফুল ফুটছে না, কিছু গাছে ছোট অবস্থায় ফলগুলো বঝরে পড়ছে।
ক. বায়োলজিক্যাল ক্লক কী?
খ. ভার্নালাইজেশন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ফলদ গাছগুলোতে এরূপ সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. অহনার দেখা গাছগুলো উক্ত পরিবেশে রাখার কারণ বিশ্লেষণ কর।
২.
ক. প্রতিবর্তী ক্রিয়া কী?
খ. প্রাণরস কাকে বলে বুঝিয়ে লেখ।
গ. মানবদেহে উদ্দীপনা তৈরিতে চিত্রে 'A' চিহ্নিত অংশটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. চিত্রের কোষটির পঠনপ্রকৃতি একটি সাধারণ কোষ অপেক্ষা ভিন্নতর- যুক্তিসহ বিশ্লেষণ কর।
common.read_more