একটি শহরের 70% লোক প্রথম আলো, 80% লোক বাংলাদেশ প্রতিদিন এবং 60% লোক উভয় পত্রিকাই পড়ে। শহরটি হতে দৈবভাবে একজন লোক নির্বাচন করা হলো।
লোকটির প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন পড়ার ঘটনাদ্বয়-
i. অবর্জনশীল
ii. স্বাধীন
iii. অধীন
নিচের কোনটি সঠিক?
পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।
পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।