Academy

কুসুমপুরের শফিক মিয়ার পূর্বপুরুষগণ মৃৎশিল্পের সাথে জড়িত ছিলেন। তাই শফিক মিয়াও এসএসসি পাসের পর মৃৎশিল্পের সাথে জড়িত হন। তিনি বিভিন্ন রকম হাঁড়ি- পাতিল, পুতুল ও খেলনাসামগ্রী তৈরি করে বাজারজাত করেন। দীর্ঘদিন ধরে তার ব্যবসা ভালোই চলছিল। কিন্তু সম্প্ৰতি COVID 19 ভাইরাসের কারণে দেশের মানুষের আয়-রোজগার ও সঞ্চয় কমে যায়। তাই তার ব্যবসাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। নতুনভাবে অর্থসংস্থানের মাধ্যমে ব্যবসায় সচল রাখতে চাইলেও শফিক মিয়া তা পারলেন না। অবশেষে তার ব্যবসায় বন্ধ হয়ে যায়।

শফিক মিয়ার ব্যবসাটি চালু করার ক্ষেত্রে সামাজিক পরিবেশের যে উপাদানটি ভূমিকা পালন করেছে তা ব্যাখ্যা কর।

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago

ব্যবসায় উদ্যোগ

Please, contribute to add content.
Content
Promotion