Academy

নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ কোনটি বলে তুমি মনে কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

(উচ্চতর দক্ষতা)

dsuc.created: 2 years ago | dsuc.updated: 5 months ago
dsuc.updated: 5 months ago

তা নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব বলে আমি মনে করি।

যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ের পণ্যসামগ্রী- এক স্থান থেকে অন্য স্থানে সময়মতো পৌঁছানো যায়। সুষ্ঠুভাবে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে ব্যবসায়ের সাফল্য অর্জন বাধাপ্রাপ্ত হয়। তাই ব্যবসায়ে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকের নাফিসের বাবা আঁখিতারা গ্রামের পল্লি চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধ সরবরাহ করেন। এজন্য ওষুধ সংরক্ষণের প্রয়োজন হয়। কিন্তু তার দোকানে ওষুধ সংরক্ষণের ভালো ব্যবস্থা নেই। তার গ্রামের যোগাযোগ ব্যবস্থাও উন্নত না। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো ওষুধ দরকার হলে তা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। আবার, ওষুধ কোম্পানির এজেন্টরাও (প্রতিনিধি) সময়মতো নাফিসের বাবাকে ওষুধ সরবরাহ করতে পারেন না।

মূলত, রাস্তা-ঘাট অনুন্নত হওয়ায় নাফিসের বাবা নিজে সহজে তিনি প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন না। ওষুধ কোম্পানির এজেন্টরাও নিয়মিত ওষুধ নিয়ে আসতে পারেন না। ফলে এলাকাবাসীকে তিনি চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করতে পারেন না।  তাই বলা যায়, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে নাফিসের বাবার পক্ষে দিকে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না।

5 months ago

ব্যবসায় উদ্যোগ

Please, contribute to add content.
Content
Promotion