শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ তোতা-কাহিনি | - | NCTB BOOK
41
41
শব্দার্থ ও টীকা

শাস্ত্র - বিশেষ বিদ্যা বা গ্রন্থ।
অবিদ্যা - অজ্ঞতা।
দক্ষিণা - পারিশ্রমিক, প্রণামী।
স্যাকরা - স্বর্ণকার।
হদ্দমুদ্দ - চেষ্টার শেষ পর্যন্ত, যতদূর সম্ভব।
নস্য – তামাকের গুঁড়া।
তলব - ডাকা।
পুথি - পুস্তক, হাতে লেখা বই।
নকল - অনুলিপি।
পর্বতপ্রমাণ - পাহাড়ের সমান।
পারিতোষিক - পুরস্কার, পারিশ্রমিক।
খবরদারি - তত্ত্বাবধান করা।
পালিশ - চকচকে করা।
তনখা - টাকা, মুদ্রা। -
খুড়তুতো - চাচাতো, কাকাতো।
মাসতুতো - মাসি বা খালার সন্তান।
কোঠা - বালাখানা-পাকা ঘর, প্রাসাদ।
নিন্দুক - নিন্দা করে যে, গল্পে সত্যবাদী অর্থে। -
তদারক - তত্ত্বাবধান, খবরদারি।
স্বয়ং - নিজ।
অমাত্য - মন্ত্রী।
তুরি - বাদ্যযন্ত্রবিশেষ, রণশিঙ্গা, বিউগল। -
ভেরি - বাদ্যযন্ত্রবিশেষ, ঢাক।
দেউড়ি - সদর দরজা।
জগঝম্প - জয়ঢাক, প্রাচীন রণবাদ্য বিশেষ।
তদারকনবিশ - তত্ত্বাবধানকারী।
ভদ্র - দস্তুর মতো
শিষ্ট - প্রথা অনুযায়ী।
রোমাঞ্চ - শিহরন।
সড়কি - বর্শা, বল্লম।
কোতোয়াল - প্রহরী, নগর-রক্ষক।
হাপর - চুল্লিতে বাতাস দেওয়ার জন্য নলযকু থলি।
ঠাহর - টের পাওয়া, অনুভব করা।
কিশলয় - গাছের কচি পাতা, নতুন পাতা।
মুকুলিত - যা আধফুটন্ত বা যা কুঁড়িতে পরিণত হয়েছে।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion