রাফি তার কলেজ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। রাফি ক্যাপ্টেন হিসেবে দলের সকল সদস্যের খোজখবর নেয়। দলের সদস্যদের দক্ষতা, দুর্বলতা সম্পর্কে রাফির অনুধাবন ভালো। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাফি সকল সদস্যদের মতামত গ্রহণ করে।
জনাব আমিন একজন খ্যাতনামা অধ্যাপক। তিনি যেমন স্মার্ট, তেমন দক্ষ ও বিনয়ী। ছাত্রছাত্রীসহ সবাই জনাব আমিনের কর্মকাণ্ডকে অনুকরণীয় মনে করে। সমাজ ও রাষ্ট্রের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য জনাব আমিনের মতো ব্যক্তিত্ব সবার কাম্য ।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিলে দেশের জনসাধারণ জীবনের মায়া ত্যাগ • মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত করে হয় লাল-সবুজের পতাকা।
common.read_more