ভগ্নাংশের বর্গমূল (১.৬)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত মূলদ ও অমূলদ সংখ্যা | - | NCTB BOOK
79
79

ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়।

উদাহরণ ৫।   এর বর্গমূল নির্ণয় কর।

সমাধান: ভগ্নাংশটির লব ৬৪ এর বর্গমূল = =৮

এবং হর ৮১ এর বর্গমূল = = ৯

  এর বর্গমূল   

নির্ণেয় বর্গমূল

উদাহরণ ৬। এর বর্গমূল নির্ণয় কর।

সমাধান: এর বর্গমূল ===

এর বর্গমূল

ভগ্নাংশের হর যদি পূর্ণ বর্গসংখ্যা না হয়, তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হয়।

উদাহরণ ৭। এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।

সমাধান:

এর বর্গমূল

=  =   =××==. =.

আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল = ১.৫৯১৬ (প্রায়)

কাজ:

১। এর বর্গমূল নির্ণয় কর।

২। এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion