অনুশীলনী (১.১)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত মূলদ ও অমূলদ সংখ্যা | - | NCTB BOOK
136
136

১। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর:

(ক) ১৬৯
(খ) ৫২৯
(গ) ১৫২১
(ঘ) ১১০২৫

২। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কর:

(ক) ২২৫
(খ) ৯৬১
(গ) ৩৯৬৯
(ঘ) ১০৪০৪

৩। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

(ক) ১৪৭
(খ) ৩৮৪
(গ) ১৪৭০
(ঘ) ২৩৮০৫

8। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

(ক) ৯৭২
(খ) ৪০৫৬
(গ) ২১৯৫২

৫। ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

৬। ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion