সূত্র ১।
প্রমাণ:
এর অর্থ (a + b) কে (a + b) দ্বারা গুণ।
= a(a + b) + b(a + b) [বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ]
দুটি রাশির যোগফলের বর্গ = ১ম রাশির বর্গ + ২ ১ম রাশি ২য় রাশি + ২য় রাশির বর্গ |
সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা
ABCD একটি বর্গক্ষেত্র যার
AB বাহু = a + b
BC বাহু = a+b
ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)২
= (a + b)২
বর্গক্ষেত্রটিকে P.Q, R, S চারটি ভাগে ভাগ করা হয়েছে।
এখানে P ও S বর্গক্ষেত্র এবং Q ও R আয়তক্ষেত্র।
আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)2 এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ
অতএব,
P এর ক্ষেত্রফল =
Q এর ক্ষেত্রফল =
R এর ক্ষেত্রফল =
S এর ক্ষেত্রফল =
এখন, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (P+Q+R+S) এর ক্ষেত্রফল
অনুসিদ্ধান্ত ১।
আমরা জানি,
বা, [উভয়পক্ষ থেকে 2ab বিয়োগ করে]
বা,
উদাহরণ ১। (m + n) এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
(m + n) এর বর্গ =
উদাহরণ ২। (3x + 4) এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
(3x + 4) এর বর্গ =
উদাহরণ ৩। (2x + 3y) এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
(2x + 3y) এর বর্গ =
উদাহরণ ৪। বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
= 10000+1000+25
= 11025
কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর। ১।x+2y ২।3a+5b ৩। 5 + 2a ৪। 15 ৫। 103 |
সূত্র ২।
এর অর্থ (a-b) কে (a-b) দ্বারা গুণ।
=a(a-b)-b(a-b)
দুটি রাশির বিয়োগফলের বর্গ = ১ম রাশির বর্গ - ২ ১ম রাশি ২য় রাশি + ২য় রাশির বর্গ |
লক্ষ করি: দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়।
আমরা জানি,
এখন
[b এর পরিবর্তে - b বসিয়ে ]
অনুসিদ্ধান্ত ২।
আমরা জানি,
বা,
বা,
উদাহরণ ৫। p - q এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
(p + q) এর বর্গ =
উদাহরণ ৬। (5x - 3y) এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
(5x + 3y) এর বর্গ =
উদাহরণ ৭। বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
=10000-400+4
= 9604
কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর। ১| 5x - 3 |
প্রথম ও দ্বিতীয় সুত্রের আরও কয়েকটি অনুসিদ্ধান্ত:
অনুসিদ্ধান্ত ৩।
অনুসিদ্ধান্ত ৪।
অনুসিদ্ধান্ত ৫।
অনুসিদ্ধান্ত ৬।
= 4ab
উদাহরণ ৮। a + b = 7 এবং ab = 9 হলে, a2 + b2 এর মান নির্ণয় কর।
সমাধান:
আমরা জানি,
=49-18
=31
উদাহরণ ৯। a + b = 5 এবং ab = 6 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর।
সমাধান:
আমরা জানি,
=25-24
=1
উদাহরণ ১০। হলে, প্রমাণ কর যে
সমাধান:
= 64+2
= 66 (প্রমাণিত)
কাজ: ১ | a + b = 4 এবং ab = 2 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর। ২। হলে, দেখাও যে, |
উদাহরণ ১১। a + b + c এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
ধরি, a + b = p
কাজ: ১। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (b + c) = m ২। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (a + c) = n |
উদাহরণ ১২। (x + y - z) এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
ধরি, x + y = m
[m-এর মান বসিয়ে]
উদাহরণ ১৩। 3x - 2y + 5z এর বর্গ নির্ণয় কর।
সমাধান:
3x - 2y + 5z এর বর্গ
উদাহরণ ১৪। সরল কর:
সমাধান:
ধরি, 2x + 3y = a এবং 2x - 5y = b
প্রদত্ত রাশি
উদাহরণ ১৫। x = 7 এবং y = 6 হলে, এর মান নির্ণয় কর।
সমাধান: প্রদত্ত রাশি
= 4
কাজ: ২। সরল কর: ৩। x = 3 হলে এর মান কত? |
common.read_more