বীজগণিতীয় সূত্রাবলি (৫.১)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | - | NCTB BOOK
56
56

সূত্র ১। (a+b)2=a2+2ab+b2

প্রমাণ:

(a+b)2 এর অর্থ (a + b) কে (a + b) দ্বারা গুণ।

(a+b)2=(a+b)(a+b)

= a(a + b) + b(a + b) [বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ]

=a2+ab+ba+b2

=a2+ab+ab+b2

(a+b)2=a2+2ab+b2

দুটি রাশির যোগফলের বর্গ = ১ম রাশির বর্গ + ২ × ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ

সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা

ABCD একটি বর্গক্ষেত্র যার

AB বাহু = a + b
BC বাহু = a+b

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)

= (a + b)

বর্গক্ষেত্রটিকে P.Q, R, S চারটি ভাগে ভাগ করা হয়েছে।

এখানে P ও S বর্গক্ষেত্র এবং Q ও R আয়তক্ষেত্র।

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)2 এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

অতএব,

P এর ক্ষেত্রফল = a×a=a2

Q এর ক্ষেত্রফল = a×b = ab

R এর ক্ষেত্রফল = a×b = ab

S এর ক্ষেত্রফল = b×b=b2

এখন, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (P+Q+R+S) এর ক্ষেত্রফল

(a+b)2=a2+ab+ab+b2

=a2+2ab+b2

(a+b)2=a2+2ab+b2

অনুসিদ্ধান্ত ১। a2+b2=(a+b)2-2ab

আমরা জানি, (a+b)2=a2+2ab+b2

বা, (a+b)2-2ab=a2+2ab+b2-2ab [উভয়পক্ষ থেকে 2ab বিয়োগ করে]

বা, (a+b)2-2ab=a2+b2

a2+b2=(a+b)2-2ab

উদাহরণ ১। (m + n) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(m + n) এর বর্গ = (m+n)2

=(m)2+2mn+(n)2

=m2+2mn+n2

উদাহরণ ২। (3x + 4) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(3x + 4) এর বর্গ = (3x+4)2

=(3x)2+2×3x×4+(4)2

=9x2+24x+16

উদাহরণ ৩। (2x + 3y) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(2x + 3y) এর বর্গ = (2x+3y)2

=(2x)2+2×2x×3y+(3y)2

=4x2+12xy+9y2

উদাহরণ ৪। বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(105)2=(100+5)2

=(100)2+2×100×5+(5)2

= 10000+1000+25

= 11025

কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর।

১।x+2y

২।3a+5b

৩। 5 + 2a

৪। 15

৫। 103

সূত্র ২। (a-b)2=a2-2ab+b2

(a-b)2 এর অর্থ (a-b) কে (a-b) দ্বারা গুণ।

(a-b)2=(a-b)(a-b)

=a(a-b)-b(a-b)

= a2-ab-ba + b2

= a2-ab-ab+b2

(a-b)2=a2-2ab+b2

দুটি রাশির বিয়োগফলের বর্গ = ১ম রাশির বর্গ - ২× ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ

লক্ষ করি: দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়।

আমরা জানি,

(a+b)2=a2+2ab+b2

এখন

(a-b)2= (a+(-b) 2=a2+2a(-b)+(-b)2 [b এর পরিবর্তে - b বসিয়ে ]

=a2-2ab+b2

অনুসিদ্ধান্ত ২। a2+b2=(a-b)2+2ab

আমরা জানি, (a-b)2=a2-2ab+b2

বা, (a-b)2+2ab=a2-2ab+b2+2ab

বা, (a-b)2+2ab=a2+b2

a2+b2=(a-b)2+2ab

উদাহরণ ৫। p - q এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(p + q) এর বর্গ = (p-q)2

=(p)2-2pq+(q)2

=p2-2pq+q2

উদাহরণ ৬। (5x - 3y) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(5x + 3y) এর বর্গ = (5x-3y)2

=(5x)2-2×5x×3y+(3y)2

=25x2-30xy+9y2

উদাহরণ ৭। বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(98)2=(100-2)2

=(100)2-2×100×2+(2)2

=10000-400+4

= 9604

কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর।

১| 5x - 3
২। ax-by
৩। 5x - 6
৪। 95

প্রথম ও দ্বিতীয় সুত্রের আরও কয়েকটি অনুসিদ্ধান্ত:

অনুসিদ্ধান্ত ৩।

(a+b)2=a2+2ab+b2

=a2+b2-2ab+4ab [ + 2ab = - 2ab + 4ab ]

=a2-2ab+b2+4ab

=(a-b)2+4ab

(a+b)2=(a-b)2+4ab

অনুসিদ্ধান্ত ৪।

(a-b)2=a2-2ab+b2

=a2+b2+2ab-4ab

=a2+2ab+b2-4ab

=(a-b)2-4ab

(a-b)2=(a+b)2-4ab

অনুসিদ্ধান্ত ৫।

(a+b)2+(a-b)2=(a2+2ab+b2)+(a2-2ab+b2)

=a2+2ab+b2+a2-2ab+b2

=2a2+2b2

=2(a2+b2)

(a+b)2+(a-b)2=2(a2+b2)

অনুসিদ্ধান্ত ৬।

(a+b)2-(a-b)2=(a2+2ab+b2)-(a2-2ab+b2)

=a2+2ab+b2-a2+2ab-b2

= 4ab

(a+b)2-(a-b)2=4ab

উদাহরণ ৮। a + b = 7 এবং ab = 9 হলে, a2 + b2 এর মান নির্ণয় কর।

সমাধান:

আমরা জানি,

a2+b2=(a+b)2-2ab

= (7)2-2x9

=49-18

=31

উদাহরণ ৯। a + b = 5 এবং ab = 6 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর।

সমাধান:

আমরা জানি,

(a-b)2=(a+b)2-4ab

= (5)2-4x6

=25-24

=1

উদাহরণ ১০। p-1p=8 হলে, প্রমাণ কর যে p2+1p2=66

সমাধান:

p2+1p2= p-1p2+2×p×1p [a2+b2=(a-b)2+2ab]

=(8)2+2

= 64+2

= 66 (প্রমাণিত)

কাজ:

১ | a + b = 4 এবং ab = 2 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর।

২। a - 1a= 5 হলে, দেখাও যে, a2 + 1a2= 27

উদাহরণ ১১। a + b + c এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

ধরি, a + b = p

(a+b+c)2

={(a+b)+c}2

=(p+c)2

=p2+2pc+c2

=(a+b)2+2(a+b)c+c2

=a2+2ab+b2+2ac+2bc+c2

=a2+b2+c2+2ab+2bc+2ca

কাজ:

১। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (b + c) = m

২। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (a + c) = n

উদাহরণ ১২। (x + y - z) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

ধরি, x + y = m

 (x+y-z)2= x+y)-z 2

=(m-z)2

=m2-2mz+z2

=(x+y)2-2x(x+y)z+z2 [m-এর মান বসিয়ে]

=x2+2xy+y2-2xz-2yz+z2

=x2+y2+z2+2xy-2xz-2yz

উদাহরণ ১৩। 3x - 2y + 5z এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

3x - 2y + 5z এর বর্গ

={(3x-2y)+5z}2

=(3x-2y)2+2(3x-2y)5z+(5z)2

=(3x)2-2×3x×2y+(2y)2+2×5z(3x-2y)+25z2

=9x2-12xy+4y2+30xz-20yz+25z2

=9x2+4y2+25z2-12xy+30xz-20yz

উদাহরণ ১৪। সরল কর: (2x+3y)2-2(2x+3y)(2x-5y)+(2x-5y)2

সমাধান:

ধরি, 2x + 3y = a এবং 2x - 5y = b

প্রদত্ত রাশি

=a2-2ab+b2

={(2x+3y)-(2x-5y)}2

={2x+3y-2x+5y}2

= (8y)2

= 64y2

উদাহরণ ১৫। x = 7 এবং y = 6 হলে, 16x2-40xy+25y2 এর মান নির্ণয় কর।

সমাধান: প্রদত্ত রাশি

= 16x2-40xy+25y2

=(4x)2-2×4x×5y+(5y)2

=(4x-5y)2

=(4x7-5x6)2

= (28-30)2

= (-2)2

= (- 2)(- 2)

= 4

কাজ:

১। 3x-2y-z এর বর্গ নির্ণয় কর।

২। সরল কর: (5a-7b)2+2(5a-7b)(9b-4a)+(9b-4a)2

৩। x = 3 হলে 9x2-24x+16 এর মান কত?

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion