অনুশীলনী (৫.১)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | - | NCTB BOOK
88
88

সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর (১-১৬)।

১| a + 5

২। 5x - 7

৩। 3a-11xy

৪। 5a2+9m2

৫ |55

৬।990

৭। xy - 6y

৮। ax - by

৯। 97

১০। x + y - z

১১। 2a - b + 3c

 x2+y2-z2

১৩। a - 2b - c

১৪ । 3x -2y + z

১৫| bc + ca + ab

2a2+2b-c2

সরল কর (১৭-২৪)।

 (2a+1)2-4a(2a+1)+4a2

(5a+3b)2+2(5a+3b)(4a-3b)+(4a-3b)2

(7a+b)2-2(7a+b)(7a-b)+(7a-b)2

(2x+3y)2+2(2x+3y)(2x-3y)+(2x-3y)2

(5x-2)2+(5x+7)2-2(5x-2)(5x+7)

(3ab-cd)2+9(cd-ab)2+6(3ab-cd)(cd-ab)

(2x+5y+3z)2+(5y+3z-x)2-2(5y+3z-x)(2x+5y+3z)

(2a-3b+4c)2+(2a+3b-4c)2+2(2a-3b+4c)(2a+3b-4c)

মান নির্ণয় কর (২৫-২৮):

25x2+36y2-60xy  x=-4y=-5

16a2-24ab+9b2  a=7b=6

 9x2+30x+25  x=-2

 81a2+18ac+c2  a=7,c=-67

২৯। a - b = 7 এবং ab = 3 হলে, দেখাও যে, (a+b)2=61

৩০। a + b = 5 এবং ab = 12 হলে, দেখাও যে, a2+b2=1

৩১। x+1x=5 হলে, প্রমাণ কর যে, x2-1x2=525

৩২। a + b = 8 এবং a - b = 4 হলে, ab = কত?

৩৩। x + y = 7 এবং xy = 10 হলে, x2+y2+5xy এর মান কত?

সূত্র ৩। (a+b)(a-b)=a2-b2

প্রমাণ:

(a + b)(a - b) = a(a - b) + b(a - b)

=a2-ab+ab-b2

(a+b)(a-b)=a2-b2

উদাহরণ ১৬। সূত্রের সাহায্যে 3x + 2y কে 3x - 2y দ্বারা গুণ কর।

সমাধান:

(3x + 2y)(3x - 2y)

=(3x)2-(2y)2

=9x2-4y2

উদাহরণ ১৭। সূত্রের সাহায্যে ax2 + b কে ax2-b  দ্বারা গুণ কর।

সমাধান:

(ax2+b)(ax2-b)

= (ax2)2-(b)2

= a2x4-b2

উদাহরণ ১৮। সূত্রের সাহায্যে 3x + 2y + 1 কে 3x - 2y + 1 দ্বারা গুণ কর।

সমাধান:

(3x + 2y + 1)(3x - 2y + 1)

= {(3x + 1) + 2y}{(3x + 1) - 2y}

=(3x+1)2-(2y)2

=9x2+6x+1-4y2

=9x2-4y2+6x+1

দুটি রাশির যোগফল x এদের বিয়োগফল= রাশি দুটির বর্গের বিয়োগফল

সূত্র ৪। (x+a)(x+b)=x2+(a+b) x+ab

প্রমাণ:

(x + a)(x + b) = (x + a)  x + (x + a)  b

=x2+ax+bx+ab

=x2+(a+b)x+ab

অর্থাৎ, (x+a)(x+b)=x2+ (a এবং b এর বীজগণিতীয় যোগফল) x +(a এবং b এর গুণফল)

উদাহরণ ১৯। a + 3 কে a + 2 দ্বারা গুণ কর।

সমাধান:

(a + 3)(a + 2)

=a2+(3+2)a+3×2

=a2+5a+6

উদাহরণ ২০। px + 3 কে px - 5 দ্বারা গুণ কর।

সমাধান:

(px + 3)(px - 5)

=(px)2+{3+(-5)} px+3(-5)

=p2x2+(3-5)px-15

=p2x2+(-2) px-15

=p2x2-2px-15

কাজ:

১। (2a + 3) কে (2a-3) দ্বারা গুণ কর।

2। (4x + 5) কে (4x+3) দ্বারা গুণ কর।

৩। (6a - 7) কে (6a + 5) দ্বারা গুণ কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion