বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ব্যাকরণ ও নির্মিতি শব্দার্থ | - | NCTB BOOK
65
65

বাংলা ভাষার শব্দভাণ্ডারে এমন কতকগুলো শব্দ আছে, অর্থ ও ভাবের দিক থেকে যেগুলোর রয়েছে বিপরীত অর্থজ্ঞাপক রূপ। যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ বুঝে থাকি।

যেমন:
'আলো বলে, অন্ধকার তুই বড় কালো।'
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর?'

'উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে।'
'ঊর্ধ্ব গগনে বাজে মাদল 'নিম্নে উতলা ধরণী তল।'

উল্লিখিত বাক্যসমূহে আলো, স্বর্গ, উত্তম, ঊর্ধ্ব শব্দগুলোর বিপরীতার্থক শব্দ হলো যথাক্রমে অন্ধকার, নরক, অধম ও নিম্ন। সুতরাং একটি শব্দের বিপরীত অর্থবোধক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে।

বিপরীতার্থক শব্দ রচনাকে সুন্দর করে এবং ভাব প্রকাশের মাধুর্য বৃদ্ধি করে বক্তব্যকে প্রবাহমান সৌন্দর্য দান করে। মোটকথা, মনের ভাব সুষ্ঠুভাবে প্রকাশের জন্য এবং ভাষার সৌন্দর্য পরিবর্ধনের প্রয়োজনে বিপরীতার্থক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে কতিপয় শব্দের বিপরীতার্থক রূপ প্রদত্ত হলো:

মূল শব্দবিপরীতার্থক শব্দমূল শব্দবিপরীতার্থক শব্দমূল শব্দবিপরীতার্থক শব্দ
অগ্রপশ্চাৎঅধমউত্তমঅনুকূলপ্রতিকূল
অনন্তসান্তস্বাধীনপরাধীনঅজ্ঞবিজ্ঞ
অর্পণগ্রহনঅর্থঅনর্থঅনুরাগবিরাগ
অধমর্ণউত্তমর্ণঅনুরক্তবিরক্তঅর্জনবর্জন
অভিজ্ঞঅনভিজ্ঞঅজ্ঞানসজ্ঞানঅসীমসসীম
আকাশপাতালআদানপ্রদানআকর্ষণবিকর্ষণ
আগমননির্গমনআকুঞ্চনপ্রসারণআদরঅনাদর
আদিঅন্তআয়ব্যয়আবির্ভাবতিরোভাব
আবৃতঅনাবৃতআমদানিরপ্তানিআপনপর
আসলনকলআত্মীয়অনাত্মীয়আস্তিকনাস্তিক
ইন্দ্রিয়অতীন্দ্রিয়আবশ্যকঅনাবশ্যকইহলোকপরলোক
উৎকৃষ্টঅপকর্ষঅনাশ্রয়আশ্রয়অতীন্দ্রিয়আবশ্যক
উত্তমঅধমঈর্ষাপ্রীতিউচিতঅনুচিত

বিপরীতার্থক শব্দ দ্বারা বাক্যগঠন:

মূল শব্দ

বিপরীত শব্দ

বাক্যে প্রয়োগ

১.অগ্রপশ্চাৎ

:

এ ব্যাপারে অগ্র-পশ্চাৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
২.অর্পণগ্রহণ

:

একজন দায়িত্ব অর্পণ করলেন আরেকজন দায়িত্ব গ্রহণ করলেন।
৩.আকাশপাতাল

:

তার কথা ও কাজে আকাশ-পাতাল ব্যবধান।
৪.আদিঅন্ত

:

তোমার কথার আদি-অন্ত কিছুই বুঝতে পারলাম না।
৫.আসলনকল

:

ভেজালে বাজার ছেয়ে গেছে, আসল-নকল চেনাই মুশকিল।
৬.কোমলকঠিন

:

তার স্বভাব যেমন কোমল তেমনি কঠিন
৭.ক্রয়বিক্রয়

:

বিদেশি পণ্যে বাজার সয়লাব, দেশি পণ্যের ক্রয়-বিক্রয় তেমন একটা নেই।
৮.তিক্তমধুর

:

জীবনে তিক্ত-মধুর বহু অভিজ্ঞতাই সঞ্চিত থাকে।
৯.অর্থঅনর্থ

:

অর্থ অনর্থের মূল।
১০.আয়ব্যয়

:

আয় বুঝে ব্যয় করা উচিত।
common.content_added_by

অনুশীলনী

42
42

বহুনির্বাচনি প্রশ্ন: (নমুনা)

১। অনুরাগ এর বিপরীত শব্দ কোনটি?
ক. রাগান্বিত
খ. রাগের প্রকাশ
গ. বিরাগ
ঘ. অনুরক্ত

কর্ম-অনুশীলন

৪। মূল শব্দের বিপরীতে শূন্য ঘরে সঠিক বিপরীতার্থক শব্দটি ডান পাশ থেকে বেছে নিয়ে লেখ:

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion