বিখ্যাত নদ-নদী খাল ও সমুদ্র বন্দর

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1.3k
1.3k

বিশ্বের বৃহত্তম নদ-নদী

নদীর নাম

অবস্থান 

বিশেষত্ব 

নীল নদ 

আফ্রিকা মহাদেশ (মোট ১১ টি দেশ)

আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী ।

আমাজন 

দক্ষিণ আমেরিকার

  •  পৃথিবীর প্রশস্ততম এবং বৃহত্তম নদী।
  • দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
  • সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়।

হোয়াংহো 

 কুনলুন পর্বত

চীনের দুঃখ নামে পরিচিত।

 

জেনে নিই 

  • অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী- মারে ডার্লিং
  • ইউরোপের দীর্ঘতম নদী- ভলগা
  • উত্তর আমেরিকার দীর্ঘতম নদী- মিসিসিপি
  • হোয়াংহো নদী অবস্থিত- চীনে
  • বিশ্বের ক্ষুদ্রতম নদী- রো নদী (যুক্তরাষ্ট্র)
  • কঙ্গো নদী অবস্থিত-- আফ্রিকা
  • সিন্ধু নদ প্রবাহিত- পাকিস্তানে
  • চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
  • ইউরোপ মহাদেশের ১০টি দেশে প্রবাহিত দানিয়ুব নদী ।
  • আমুর নদী অবস্থিত রাশিয়া ।
  • ইউফ্রেটিস নদীর অন্য নাম- ফোরাত
  • টাইগ্রিস নদীর অন্য নাম- দজলা ।
  • প্রশস্ত মোহনাকে বলা হয়- খাড়ি।
  • যে নদীতে মাছ হয় না- জর্ডান নদীতে
  • সিন্ধু নদ অবস্থিত- পাকিস্তানে ।
  • যৌথভাবে পৃথিবীর বড় নদী- মিসিসিপি -মিসৌরি
common.content_added_by

বিখ্যাত নদ ও নদী

637
637

আমাজন

460
460
common.please_contribute_to_add_content_into আমাজন.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রায় ১০ শতাংশ
প্রায় ৩০ শতাংশ
প্রায় ২০ শতাংশ
প্রায় ৪০ শতাংশ
আফ্রিকা
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
এশিয়া
ম্যানগ্রোভ
গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
ঘনবর্ষণ বনাঞ্চল
উপক্রান্ত্রীয় ঘনবর্ষণ বনাঞ্চল
ম্যানগ্রোভ
গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
ঘনবর্ষণ বনাঞ্চল
উপক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্চল

হোয়াংহো

546
546
common.please_contribute_to_add_content_into হোয়াংহো.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

হিমালয়
কুয়েনলুন পর্বত
ব্ল্যাক ফরেস্ট
আল্পস
হিমালয়
কুয়েনলুন পর্বত
ব্ল্যাক ফরেস্ট
আল্‌পস

নদী তীরবর্তী শহর

527
527
common.please_contribute_to_add_content_into নদী তীরবর্তী শহর.
common.content

বিখ্যাত খাল

485
485
common.please_contribute_to_add_content_into বিখ্যাত খাল.
common.content

বিশ্বের প্রধান প্রধান সমুদ্রবন্দর

2k
2k
  •  বিশ্বের ৪৫ টি দেশের নিজস্ব সমুদ্রবন্দর নেই।
  •  দক্ষিণ এশিয়ার ৩টি দেশ সমুদ্রবন্দরহীন- নেপাল, ভুটান ও আফগানিস্তান। 
  • ইউরোপের বৃহত্তম সমুদ্রবন্দর- রটারডাম (নেদারল্যান্ডস)।
  •  বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর- সিঙ্গাপুর বন্দর।
  • এশিয়ার বৃহত্তম সমুদ্রবন্দর- হংকং বন্দর (চীন)। 
  • ফ্রি পোর্ট নামে পরিচিত- হংকং সমুদ্রবন্দর (করবিহীন)।
  •  আফ্রিকার বৃহত্তম সমুদ্রবন্দর- ডারবান বন্দর (দক্ষিণ আফ্রিকা)
  •  উত্তর আমেরিকার বৃহত্তম বন্দর- নিউইয়র্ক সমুদ্রবন্দর (যুক্তরাষ্ট্র)।
  •  দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমুদ্রবন্দর- রিও ডি জেনেরিও সমুদ্রবন্দর (ব্রাজিল) 
  • আরব সাগরের রাণী বলা হয়- কোচিন বন্দরকে (ভারতে অবস্থিত)।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

আকাবা

662
662
common.please_contribute_to_add_content_into আকাবা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

সমুদ্র বন্দর
বিমান বন্দর
স্থল বন্দর
নদী বন্দর
জর্ডান
লেবানন
ওমান
কাতার
কোনোটিই নয়
মিয়ানমার, ইরান
ইরান, মিয়ানমার
মিয়ানমার, জর্ডান
জর্ডান, মিয়ানমার

সমুদ্রসীমা

555
555
common.please_contribute_to_add_content_into সমুদ্রসীমা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

২২ নটিক্যাল মাইল
১২ নটিক্যাল মাইল
২২০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২ নটিক্যাল মাইল
৪৪ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
৩৭০ নটিক্যাল মাইল
৪৪ নটিক্যাল মাইল
২২ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
৩৭০ নটিক্যাল মাইল
১৫০ নটিক্যাল মাইল
১৭৫ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২৫ নটিক্যাল মাইল

পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্র

889
889
common.please_contribute_to_add_content_into পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্র.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

এক সাথে মাঠের সব ফসল সংগ্রহ করা যায় না
প্রতিনিয়ত পরিদর্শনের প্রয়োজন নেই
কাঁচা অবস্থায় বাজারজাত করা যায় না
সাধারণত প্রতিটি গাছের আলাদা করে পরিচর্যা করতে হয় না

তাজমহল, ভারত

398
398

 ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সাদা মার্বেলের সৌধটি নির্মাণ করেন। সৌধটি  নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল প্রায় ১৬৪৮ খ্রিস্টাব্দে নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষণ করে।

common.content_added_by

আইফেল টাওয়ার, ফ্রান্স

452
452

গ্রেটওয়াল , চীন

392
392
common.please_contribute_to_add_content_into গ্রেটওয়াল , চীন.
common.content

গিজার পিরামিড, মিশর

420
420

প্রায় সাড়ে চার হাজার বছর আগের তৈরি। মিশরের পুরনো রাজরাজাদের সংরক্ষিত স্মৃতিচিহ্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করে। সপ্তাশ্চর্যের সর্বশেষ তালিকায় প্রকাশিত হয়েছে ২০০৭ সালে। এ তালিকায় প্রথমেই স্থান পেয়েছে গিজার পিরামিড। এটি মিসরের সবচেয়ে বড়, পুরনো ও আকর্ষণীয় পিরামিড। যা খুফুর পিরামিড (৪৮১ ফুট) হিসেবেও পরিচিত।

common.content_added_by

সিডনি অপেরা হাউস, অস্ট্রেলিয়া

389
389

অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস। ১৯৫৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। শেষ হতে লেগেছিল ১৪ বছর। বিস্ময়কর স্থাপনার তালিকায় এটিও রয়েছে। অপেরা হাউসটি রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে। এটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে। অপেরা হাউসটি মহাসাগরের এক প্রান্তে তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটা উপত্যকার মতো।

common.content_added_by

মাউন্ট রাশমো, আমেরিকা

412
412

আমেরিকার সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কিস্টোনে অবস্থিত মাউন্ট রাশমোর। গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা একটি মনুমেন্ট। ভাস্কর গাটজন বর্গলাম এটি নির্মাণ করেন। ৬০-ফুট (১৮ মি) উচ্চতার এই প্রেসিডেন্সিয়াল ভাস্কর্য দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ১৩০ বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন সময়ে দ্বায়িত্ব পালনকৃত যে চারজন মার্কিন রাষ্ট্রপতির আবক্ষমূর্তি স্থান পেয়েছে তারা হলেন, জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট, এবং আব্রাহাম লিংকন।

common.content_added_by

আঙ্করভাট, কম্বোডিয়া

380
380

আঙ্করভাট কম্বোডিয়ার আংকরে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির। সুবিশাল এই স্থাপনাটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির। ১২শ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা ২য় সূর্যবর্মণ। তিনি এটিকে তার রাজধানী ও প্রধান উপাসনালয় হিসাবে তৈরি করেন। আন্তরভাটের নির্মাণশৈলী খেমারুজ সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন ।এটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে, এবং দেশটির প্রধান পর্যটন আকর্ষণ।  

common.content_added_by

পিসার হেলানো স্তম্ভ, ইতালি

457
457

ইটালির লিনিং টাওয়ার অব পিসা। মার্বেলের তৈরি এই সৌধটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। স্তম্ভটি ঘন্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এর এক পাশ হেলে থাকার কারণে সমগ্র বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই গুচ্ছের এক দিক থেকে ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এ অবকাঠামোটিকে রক্ষা করতে যুল্লখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এর হেলে পড়া রোধ ও ভূপাতিত হওয়া থেকে রক্ষা করা গিয়েছে।
 

common.content_added_by

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

451
451
common.please_contribute_to_add_content_into নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

লাপাজ, বলিভিয়া

487
487
common.please_contribute_to_add_content_into লাপাজ, বলিভিয়া.
common.content

পেন্টাগন

381
381
common.please_contribute_to_add_content_into পেন্টাগন.
common.content

ব্রিটনউডস

412
412

এটি আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যে অবস্থিত। ১ জুলাই ১৯৪৪ সালে এখানে জাতিসংঘের মুদ্রা আর্থিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের সিদ্ধাস্তানুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক অনু লাভ করে এজন্য এ দুটি সংস্থাকে ব্রিটনউডস ইনস্টিটিউট বলা হয়।

common.content_added_by

অস্ট্রেলিয়া

476
476
common.please_contribute_to_add_content_into অস্ট্রেলিয়া.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

আলেকজান্দ্রিয়া

441
441

ভূ-মধ্যসাগরের তীরে অবস্থিত। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান সমুদ্র বন্দর।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

গ্রিনিচ মান মন্দির

440
440

লন্ডনে অবস্থিত মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। গ্রিনিচ মান মন্দির (GMT) ধর দ্রাঘিমাংশ) এ স্থানের উপর দিয়ে গেছে। বাংলাদেশের সাথে সময়ের ব্যবধান +৬ ঘণ্টা। 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বাবরী মসজিদ

465
465

ঐতিহাসিক মসজিদটি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ষোড়শ শতকে মোঘল সম্রাট জহিরউদ্দীন মুহম্মদ বাবর এটি নির্মাণ করেন মসজিদটির নির্মাণকাল ১৫২৭ খ্রিস্টাব্দে হিন্দু উগ্রবাদীদের দাবি যে, মসজিদটি দেবতা রামের মন্দির যদিও ঐতিহাসিক কোনো প্রমান পায়নি ভারতীয় প্রত্নতাতিক বিভাগ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে বাবরী মসজিদ হিন্দু সন্ত্রাসীদের দ্বারা বিধ্বস্ত হয়। ৩০ সেপ্টেম্বর, ২০১০ আলোচিত বাবরী মসজিদ মামলার রায় হয়, রায়ে বলা হয়, মুসলিম সম্প্রদায় পাবে এক-তৃতীয়াংশ এবং হিন্দু ধর্মীয় সংগঠন দুই-তৃতীয়াংশ ।

common.content_added_by

কারবালা

461
461

ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর। এখানে সামেস্কের অধিপতি এজিদের সেনাবাহিনীর সাথে ধর্মযুদ্ধে হযরত মুহাম্মদ (স) এর দৌহিত্র ও হযরত আলী (রা)-এর কনিষ্ঠ পুত্র ইমাম হোসেন (রা) মর্মান্তিকভাবে শাহাদৎ বরণ করে।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

কুতুব মিনার

430
430

পুরাতন দিল্লিতে অবস্থিত। উচ্চতা ৫৮ মিটার কুতুব উদ্দীন আইবেক নির্মিত ভারতের সর্বোচ্চ মিনার। ১২৩২ সালে নির্মাণ করা হয়।

common.content_added_by

গ্রেট হল

484
484
common.please_contribute_to_add_content_into গ্রেট হল.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

চীন
যুক্তরাষ্ট্র
রাশিয়া
ব্রিটেন
ব্রিটেন
যুক্তরাষ্ট্র
চীন
রাশিয়া

ইস্তাম্বুল

444
444
common.please_contribute_to_add_content_into ইস্তাম্বুল.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

আংকারা
ইজমির
কনস্ট্যান্টিনোপল
আদানা
এশিয়া ও আফ্রিকা
ইউরোপ ও আফ্রিকা
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
এশিয়া ও ইউরোপ

তিয়েন

485
485
common.please_contribute_to_add_content_into তিয়েন.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

মক্কা

486
486
common.please_contribute_to_add_content_into মক্কা.
common.content

সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্র

402
402
common.please_contribute_to_add_content_into সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্র.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
কানাডা
জার্মানি
যুক্তরাজ্য
মার্কিন যুক্তরাষ্ট্রে
জাপান
দক্ষিণ কোরিয়ায়

আইফেল টাওয়ার, ফ্রান্স

440
440

আইফেল টাওয়ার, প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত লোহার তৈরি পৃথিবীর অন্যতম নিদর্শন। গোস্ত আইফেল ১৮৮৯ সালে এটি নির্মাণ করেন। ১০৫০ ফুট উচ্চতার এ বিশাল টাওয়ার টি মাত্র ৩০০ জন শ্রমিক ২ বছর ২ মাস ২ দিনে নির্মাণ কাজ সম্পন্ন করেন। ফরাসী বিপ্লব স্মরণীয় করে রাখতে প্যারিস শহরে নির্মাণ করা হয়েছিলো। আইফেল টাওয়ার। সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় ৫ মিনিটি করে ২০০০০ বাল্বের আলোক ছটা এক অপরূপ সৌন্দর্য ধারন করে যা কিনা পর্যটকদের আকর্ষনীয় করে তুলে।

common.content_added_by

গ্রেটওয়াল, চীন

407
407

সাড়ে ছয় হাজার কিলোমিটারব্যাপী বিস্তৃত চীনের এ মহাপ্রাচীরটি বিশ্বের মানবসৃষ্ট অন্যতম বড় নিদর্শন। এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকে দেখা যায়। খ্রিস্টের জন্মের আগে থেকে উত্তরের মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য চীনের সম্রাটরা এটি নির্মাণ শুরু করে। ২২০-২০৬ খ্রিস্টপূর্বে সবচেয়ে উল্লেখযোগ্য দেয়ালগুলো নির্মাণ করা হয়। পূর্বে ডাংডং থেকে শুরু করে পশ্চিমে লপ লেক পর্যন্ত ৬৪০০ কিমি. দীর্ঘ এ দেয়ালটির বিস্তৃতি।

common.content_added_by

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

424
424

পৃথিবীর রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটি হাডসন নদীর মোহনায় ম্যানহাটন দ্বীপে অবস্থিত। নিউইয়র্ক আমেরিকার একটি বিশিষ্ট বাণিজ্য ও শিল্পকেন্দ্র। এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। ১৮৮৬ সালে ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিবার্টি দ্বীপে স্থাপন করা হয়েছিল ফরাসি উপহার স্ট্যাচু অব লিবার্টি। যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টও নিউইয়র্কে অবস্থিত। বিশ্বখ্যাত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ নিউইয়র্কের ওয়াল স্ট্রিট সত্ত্বকে অবস্থিত।

common.content_added_by

লাপাজ, বলিভিয়া

424
424

৩,৬৪০ মিটার উচ্চতায় অবস্থিত বলিভিয়ার রাজধানী ও প্রধান শহর। পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাজ। এর উপকণ্ঠে অবস্থিত বিমান বন্দরটি পৃথিবীর উচ্চতম বিমান বন্দর ।

 

common.content_added_by

ওয়াটার গেট

458
458

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ওয়াটার গেট নামক বাণিজ্যিক ভবন অবস্থিত মার্কিন ডেমোক্রেটিক দলের প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৭২ সালের ১৭ জুন, রিপাবলিকান দল ডেমোক্রেটদের গোপন আলোচনা ও নির্বাচনী কৌশল জানার জন্য তাদের সদর দপ্তরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি স্থাপন করে। এ ব্যাপারে ৫ জন হাতেনাতে ধরা পড়ে ঘটনাটি পরে ওয়াটার গেট কেলেঙ্কারী নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে সংবিধান বিরোধী এ কাজের জন্য রিচার্জ নিক্সনকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

 

common.content_added_by

বার্লিন প্রাচীর, জার্মানি।

483
483

১৯৬১ সালের ১৩ ও ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে এ প্রাচীর নির্মিত হয় পূর্ব জার্মানীর নাগরিকগণ যাতে পশ্চিম জার্মানে প্রবেশ করতে না পারে সেজন্য তখন পূর্ব জার্মান সরকার এ প্রাচীর নির্মাণ করে এ প্রাচীর শীতল যুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হয়েছিল ১৯৮৯ সালে ইউরোপে সমাজতন্ত্রের পতনে ফলে বার্লিন প্রাচীরের পতন ঘটে। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ১৫৫ কি.মি। ১৯৯০ সালে ৩ অক্টোবর (মধ্যরাতে) দুই জার্মানী একীভূত হয়। ১৯৯০ সালে পূর্ব জার্মানী রাষ্ট্রের বিলুপ্তি ঘোষিত হয়।
 

common.content_added_by

রেড স্কয়ার, রাশিয়া

437
437

প্রভাতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয়। মস্কোর ক্রেমলিন প্রাসাদের পাশে অবস্থিত বিখ্যাত রাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিনের সমাধি রয়েছে।

common.content_added_by

বামিংহাম, লন্ডন

411
411

লন্ডন শহরের প্রায় ১৬৫ কি.মি. উত্তর পশ্চিমে অবস্থিত একটি বৃহৎ শিল্পনগর। এটি রেলগাড়ির ইঞ্জিন ও নানা প্রকার যন্ত্রপাতি তৈরির জন্য বিখ্যাত।

common.content_added_by

লেলিনগ্রাদ, রাশিয়া

484
484

ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিখ্যাত শিল্প ও বাণিজ্য কেন্দ্র। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ দ্বারা এ শহর সাইবেরিয়ার পূর্বপ্রান্তে ভ্লাদিভস্তক বন্দরের সাথে সংযুক্ত। 

common.content_added_by

গাজা

457
457

ইসরাইল অধিকৃত একটি ফিলিস্তিন উপত্যকা ১৯৬৭ সালে ইসরাইল এটি দখল করে নেয় বর্তমান শান্তি চুক্তি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিকট অর্পণ করা হয়েছে।

common.content_added_by

শান্তি নিকেতন

389
389

পশ্চিবঙ্গের বোলপুর অবস্থিত একটি ছোট শহর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রম রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এটিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। 

common.content_added_by

জেরুজালেম

417
417

স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের নিকট পবিত্র নগরী হিসেবে পরিচিত। হযরত মূসা (আ) ধর্ম প্রচার করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। হযরত মুহাম্মদ (স)-এর মিরাজ এখান থেকে শুরু হয় ইসলামের প্রথম কেবল ঐতিহাসিক মসজিদ। বায়তুল মোকাদ্দাস অবস্থিত এখানে। স্থানটি মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু।

common.content_added_by

অমৃতসর স্বর্ণমন্দির

424
424

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর নগরীতে অবস্থিত শিখদের পবিত্র মন্দির। ১৯৮৪ সালে ভারতের ইন্দিরা সরকার স্বাধীনতাকামী শিখদের দমনের জন্য উক্ত মন্দিরে ব্লু স্টার অভিযান প্রেরণ করেন। এর ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উল্লেখ্য যে, শিখরা গুরু নানক (প্রধান গ্রন্থ- গ্রন্থ সাহেব) এর অনুসারী।

common.content_added_by

ম্যানিলা, ফিলিপাইন

537
537

ফিলিপাইনের রাজধানী, বৃহত্তম নগরী ও বন্দর এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) প্রধান কার্যালয় অবস্থিত।

common.content_added_by

তিয়েন আনমেন স্কয়ার, চীন

528
528

তিয়েন আনমেন শব্দের অর্থ- চিরশান্তির তোরণ নামে পরিচিত। এই স্কয়ারে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করে এই স্থানে ১৯৮৯ সালের জুন মাসে । গণতন্ত্রের দাবিতে চীনের হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ করলে সৈন্যদের কামান ও ট্যাংকের গুলিতে অসংখ্য ছাত্রছাত্রী নিহত হয়। ১৯৯৭ সালে হংকং হস্তান্তরের আনন্দঘন অনুষ্ঠানটি এই স্কয়ারে পালিত হয়। 

common.content_added_by

পলাশীর প্রান্তর

373
373

পশ্চিমবঙ্গের ভাগিরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর। ১৭৫৭ সালে ২৩ জুন এই স্থানে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ ও বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজ-উদ দৌলার মাঝে যুদ্ধ হয় এবং নবাবের পতন হয়। এ যুদ্ধে ইংরেজ সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩ হাজার।

common.content_added_by

মক্কা, সৌদি আরব

494
494

সৌদি আরবে অবস্থিত একটি শহর মুসলমানদের নিকট একটি পবিত্র স্থান। ইসলাম ধর্মের পবিত্র কাবা শরীফ অবস্থিত। উপনাম- বালাদুল আমীন নিরাপদ শহর। সৌদি আরবে অবস্থিত একটি শহর মুসলমানদের নিকট দ্বিতীয় পবিত্র স্থান। ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন (৫৭০ খ্রিস্টাব্দে) । পবিত্র মক্কা নগরীকে কেন্দ্র বলা হয়।

common.content_added_by

মদিনা শরীফ

443
443

৬২২ খ্রিস্টাব্দে নবীজী (সাঃ) পবিত্র মক্কা হতে মদীনায় হিজরত করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র রওজা মোবারক অবস্থিত

common.content_added_and_updated_by

আজমীর শরীফ

429
429

ভারতের রাজস্থানে অবস্থিত। হযরত খাজা মঈন উদ্দীন (র.) এর সমাধিস্থল।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion