বহুনির্বাচনি প্রশ্ন: (নমুনা)
১। নিচের কোনটি সঠিক সন্ধি?
ক. রাজা + নী = রাজ্ঞী
খ. বৃষ + তি = বৃষ্টি
গ. সিং + হ = সিংহ
ঘ. উথ + লাস উল্লাস
২। সন্ধি শব্দের অর্থ-
ক. সংযোগ
খ. সমাধান
গ. মিলন
ঘ. শান্তি
১। সন্ধির সংজ্ঞা এবং সন্ধির প্রকারভেদ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় একটি পোস্টার পেপারে সুন্দর করে সাজিয়ে লেখ।
|
২। ছক অনুযায়ী নিচের শব্দগুলোর সন্ধি বিশ্লেষণ কর এবং সন্ধির নিয়ম লেখ:
শব্দ | সন্ধি-বিশ্লেষণ | সন্ধির নিয়ম |
নবান্ন | ||
শুভেচ্ছা | ||
দেবেন্দ্র | ||
নীলোৎপল | ||
মহোৎসব | ||
শীতার্ত | ||
হিতৈষী | ||
ইত্যাদি |
৩. সন্ধি কর :
জগৎ + নাথ =
জগৎ + ময় =
তদ্ + হিত =
দিক্ + অন্ত =
দিক্ + গজ =
দিব + লোক =
পরি + ছদ =
পদ্ + হতি =
বন + পতি =
মৃৎ + ময় =
ষট্ + ঋতু =
ষট্ + দশ =
সৎ + জন =
সম্ + বাদ =
সম্ + গীত =
common.read_more