অনুশীলনী (৪.৩)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ | - | NCTB BOOK
77
77

১। 3a2b এবং -4ab2 এর গুণফল নিচের কোনটি?

(ক) - 12a2b2
(খ) -12a3b2
(গ) -12a2b3
(ঘ) - 12a3b3

২। 20a6b3 কে 4a3b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি?

() 5a3b  () 5a6b2() 5a3b2() 5a3b3

৩। - 25x3 y 5xy3 = কত?

() - 5x2y2() -5x3y2()-5x2 y3() -5x2 y2

8 a=3,b=2 হলে, (8a2b)+(-7a+4b) এর মান কত?

ক) 3
(খ) 4
(গ) 7
(ঘ) 15

৫ । x = - 1 হলে, x3+2x2-1 এর মান নিচের কোনটি?

(ক) -4
(খ)-2
(গ) ০
(ঘ) 2

10x6y5z4 কে -5x2y2z2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

()-2x4y2z3()-2x4y3z2()-2x3y3z3()-2x4y3z3

৭। 4a4-6a3+3a+14 একটি বীজগণিতীয় রাশি।
(i) বহুপদী রাশিটির চলক a
(ii) বহুপদীটির মাত্রা 4
(iii) a3 এর সহগ 6
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৮। x = 3, y = 2 হলে (mx)y এর মান কত?

()m2()m3()m5()m6

৯। a0 হলে, a এর মান কত?

(ক) 0
(খ) a
(গ) 1
(ঘ) 1a

১০। x7+x-2 = কতো ?

()x9()x5()x-5()x-9

নিচের তথ্যের আলোকে ১১-১২ নং প্রশ্নের উত্তর দাও।

দুটি বীজগণিতীয় রাশি x + y এবং x - {x - (x - y)}

১১। দ্বিতীয় রাশির মান নিচের কোনটি?

(ক) x + y
(খ) - x - y
(গ) x - y
(ঘ) x2-y2

১২। রাশি দুটির গুণফল নিচের কোনটি?

(ক) x2+y2
(খ) (x+y)2
(গ) x - y
(ঘ) x2-y2

১৩। a5×(-a3)×a-5 = কতো ?

()a13()a8()a3()-a3

১৪। [2 - {(1 + 1) - 2}] এর সরলফল কত?

(ক) -4
(খ) 2
(গ) 4
(ঘ) 0

সরল কর (১৫ থেকে ২৯):

১৫। 7 + 2[- 8 - {- 3 - (- 2 - 3)} - 4]
১৬। - 5 - [- 8 - {- 4 - (- 2 - 3)} + 13]
১৭। 7 - 2[- 6 + 3{- 5 + 2(4 - 3)}]
১৮। x - {a + (y - b)}
১৯। 3x + (4y - z) - {a - b - (2c - 4a) - 5a}
২০। - a + [- 5b - {- 9c + (- 3a - 7b + 11c)}]
২১। - a - [- 3b - {- 2a - (- a - 4b)}]
২২। {2a - (3b - 5c)} - [a - {2b - (c - 4a)} - 7c]
২৩। - a + [- 6b - {- 15c + (- 3a - 9b - 13c)}]
২৪। - 2x - [- 4y - {- 6z - (8x - 10y + 12z)}]
২৫। 3x - 5y + [2 + (3y - x) + {2x - (x - 2y)}]
২৬। 4x + [- 5y - {9z + (3x - 7y + x)}]
২৭। 20 - [{(6a + 3b) - (5a - 2b)} + 6]
২৮। 15a + 2[3b + 3{2a - 2(2a + b)}]
২৯। [8b - 3{2a - 3(2b + 5) - 5(b - 3)}] - 3b

৩০ বন্ধনীর পূর্বে (-) চিহ্ন দিয়ে a - b + c - d এর ২য়, ৩য় ও ৪র্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন কর।

৩১। a - b - c + d - m + n - x + y রাশিতে বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে ২য়, ৩য় ও ৪র্থ পদ ও (+) চিহ্ন দিয়ে ৬ষ্ঠ ও ৭ম পদ প্রথম বন্ধনীভুক্ত কর।

৩২। 7x - 5y + 8z - 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর। পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত কর যেন বন্ধনীর আগে (+) চিহ্ন থাকে।

৩৩। 15x2+7x-2 এবং 5x - 1 দুটি বীজগণিতীয় রাশি।

ক. প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর।
খ. রাশিদ্বয়ের গুণফল নির্ণয় কর।
গ. প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর।

৩৪। A=x2-xy+y2, B=x2+xy+y2 এবং C=x4+x2y2+y4

ক) A - B = কত?
খ) A ও B এর গুণফল নির্ণয় কর।
গ) BC÷(B2)-A নির্ণয় কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion