ঢাকা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
2.1k
2.1k

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্লোগান- ‘শিক্ষাই আলো’
  • নীতিবাক্য- সত্যের জয় সুনিশ্চিত।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়- ১ জুলাই, ১৯২১ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল ৩ টি কলা, বিজ্ঞান ও আইন অনুষদ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্বনাম একসময় চামেলি হাউজ ছিল- রোকেয়া হল ।
  • কার্জন হল অবস্থিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (প্রতিষ্ঠা- ১৯ ফেব্রুয়ারি ১৯০৪)।
  • প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল- ঢাকা হল (শহিদুল্লাহ হল), সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল ।

প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়

সংখ্যা

অনুষদ

০৩ টি

বিভাগ

১২ টি

হল

০৩টি

শিক্ষার্থী

৮৭৭ জন

শিক্ষক

১২ জন

আয়তন

৬০০ একর

জেনে নিই

  • প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ১বার- ৭ ফেব্রুয়ারি, ১৯২৬ সালে ।
  • রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন ২ বার ১৮৯৮ ও ১৯২৬ সালে।
  • প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন- ১৯৬৫ সালে।
  • ড. মুহাম্মদ শহিদুল্লাহ ও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী- বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন।
  • বঙ্গবন্ধু ছিলেন- আইন বিভাগের ছাত্র, বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে- ইতিহাস বিভাগে।
  • বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদ হন- বরকত (রাষ্ট্রবিজ্ঞান)।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস- ২৩ আগস্ট [২০০৭ সালে সেনা হামলার প্রতিবাদে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস- ১৫ অক্টোবর [১৯৮৫ সালে জগন্নাথ হলে দূর্ঘটনার স্মরণে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেন- নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অনাবাসিক হল বলা হয়- কার্জন হলকে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে।
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দার্শনিক শহীদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব (দর্শন বিভাগ)।
  • মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরহত্যা চালানো হয়- জগন্নাথ হল এবং ইকবাল হলে (বর্তমান নাম জহুরুল হক হল)।

যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম

ব্যক্তি

আচার্য

লরেনস ডানডাস

মুসলিম উপাচার্য

স্যার এ এফ রহমান

বাঙ্গালী উপাচার্য

স্যার এ.এফ রহমান

পি এইচ ডি

জি. সি আই

নারী ডক্টরেড ডিগ্রি

ড. নীলিমা ইব্রাহীম

উপাচার্য

পি জে হার্টগ

প্রথম মুসলিম ছাত্রী

ফজিলাতুন্নেছা জোহা (গণিত)

ছাত্র থেকে উপাচার্য

মোয়াজ্জেম হোসেন(১৯৫২)

প্রথম শিক্ষিকা

করুণা কুনা গুপ্তা

প্রথম ছাত্রী

লীলা নাগ (ইংরেজি)

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নাথান কমিশন

1.4k
1.4k

ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।

জেনে নিই

  • উদ্দেশ্য: ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • নাথান কমিশন প্রতিষ্ঠা: ২৭ মে, ১৯১২ সালে।
  • নাথান কমিশনের সদস্য ১৩ জন।
  • কমিশনের প্রধান ব্রিটিশ ব্যারিস্টার মিস্টার রবার্ট নাথান ।
  • কমিশন রিপোর্ট (ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট) জমা দেয় ১৯১৩ সালে।
  • কমিশনের সচিব ছিলেন ডি এস ফ্রেজার।
  • কমিশনের রিপোর্ট দিল্লির বিধানসভায় পাশ হয় ১৯২০ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ১ জুলাই, ১৯২১ সালে লর্ড রিভিং এর সময়ে।
common.content_added_by

ডাকসু (DACSU)

532
532
  • Dhaka University Central Students' Union (DUCSU)
  • প্রতিষ্ঠা- ১৯২৩ সালে কিন্তু প্রথম ডাকসু গঠন ১৯২৪ সালে।
  • ডাকসুর প্রথম ভিপি- মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক যথাক্রমে যোগেন্দ্রনাথ দত্ত।
  • ডাকসুর একমাত্র মহিলা ভিপি ছিলেন মাহফুজা খানম।
  • ডাকসুর মোট সদস্য ২৫ জন।
  • সর্বশেষ ভিপি নুরুল হক নূর।
common.content_added_by

রাজশাহী বিশ্ববিদ্যালয়

620
620
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে।
  • দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় (আয়তনে ও প্রতিষ্ঠায়)।
  • ১৯১৭ সালের স্যাডলার কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত।
  • প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত।
  • অবস্থান: মতিহার, রাজশাহী।
  • প্রথম ভিসি- ইতরাত হোসেন জুবেরী।

 

common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

490
490
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  • বাংলাদেশের কৃষিশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বিদ্যাপীঠ
  • প্রথম ভিসি- ড. ওসমান গনি
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বুয়েট- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

1.2k
1.2k
  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে।
  • প্রতিষ্ঠাকালীন নাম ছিল- ঢাকা সার্ভে স্কুল (১৮৭৬)
  • আহসানউল্লাহ্ ইঞ্জিনিয়ারিং স্কুল নাম হয়- ১৯০৮ সালে।
  • প্রথম ভিসি- এম এ রশীদ

common.content_added_and_updated_by

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

513
513
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
  • আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়
  • অবস্থান: হাটহাজারী, চট্টগ্রাম
  • প্রথম ভিসি- আজিজুর রহমান মল্লিক
common.content_added_by

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

434
434
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
  • বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়।
  • প্রতিষ্ঠাকালীন নাম- জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়।
  • প্রথম ভিসি- অধ্যাপক আলী আহসান।
common.content_added_by

জাতীয় বিশ্ববিদ্যালয়

539
539
  • জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে ।
  • নীতিবাক্য: সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী।
  • অবস্থান: বোর্ড বাজার, গাজীপুর।
  • প্রথম ভিসি- অধ্যাপক এম এ বারী।


common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion