In-situ conservation

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্র | - | NCTB BOOK
833
833

In situ Conservation:

কোনো প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যে তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাই হলো ইন-সিটু সংরক্ষণ (In-situ Conservation)।

ইন-সিটু সংরক্ষণ (In-situ Conservation)- এর বিস্তৃতি নিম্নরূপ-

i. জাতীয় উদ্যান : প্রাকৃতিক ইকোসিস্টেমে উদ্ভিদ ও প্রাণী সম্পদের সর্বাঙ্গীণ রক্ষার জন্য জীবজন্তু ও গাছপালার স্বাভাবিক নিবাসের বিশাল অঞ্চল সংরক্ষণ করা হলে তা জাতীয় উদ্যান বলে পরিচিত হয়। বাংলাদেশের কয়েকটি জাতীয় উদ্যান হলো- ভাওয়াল জাতীয় উদ্যান, হিমছড়ি জাতীয় উদ্যান প্রভৃতি।

ii. ইকোপার্ক : পর্যটকদের আকর্ষণ করার মতো প্রাকৃতিক এলাকার পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের সার্বিকমান উন্নয়নের লক্ষ্যে গঠিত ইকোলজিক্যাল পার্ককে সংক্ষেপে ইকোপার্ক বলে। যেমন- মাধবকুণ্ড ইকোপার্ক, মধুটিলা ইকোপার্ক প্রভৃতি।

iii. সাফারি পার্ক : সাফারি পার্ক এক ধরনের সংরক্ষিত বনভূমি। যেখানে বন্য প্রাণীরা ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে, মুক্তভাবে বিচরণ করে এবং প্রজননের সুযোগ পায়। যেমন— ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক।

iv. অভয়ারণ্য : যে সংরক্ষিত অঞ্চলে বুনো গাছ-পালার সাথে নির্দিষ্ট বিশেষ কিছু বন্য প্রজাতির প্রাণী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকে তা হলো অভয়ারণ্য।

v. গেম রিজার্ভ : এমন একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ফাঁদ দিয়ে বন্য প্রাণী ধরা বা মারা নিষিদ্ধ। যেমন- টেকনাফ গেম রিজার্ভ।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

চলনবিল

কাংলার হাওড়

কক্সবাজার সৈকত

টাঙ্গুয়ার হাওড়

অভয়ারণ্য
জাতীয় উদ্যান
জিন ব্যাঙ্ক
সাফারি পার্ক
উদ্ভিদ উদ্যান
বন্যজীব অভয়ারণ্য
বীজ ব্যাংক
চিড়িয়াখানা
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion