ল্যাবরেটরির ব্যবহার বিধি

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন রসায়ন- প্রথম পত্র | - | NCTB BOOK
718
718
  • অ্যাপ্রোন

ল্যবরেটরিতে কাজের সময় ঢিলা জামাকাপড় ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক ছাত্রছাত্রী ল্যবরেটরিতে প্রবেশ করার পূর্বে সাদা অ্যাপ্রন পরিধান করে নিতে হবে। 

এর ফলেঃ

১। শিক্ষার্থীর মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারে

২।রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেস সুরক্ষা 

৩।রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে শরীরের ত্বক রক্ষা পায় 

 

  • Safty Glass

উদ্বায়ী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় চোখে নিরাপদ চশমা ব্যবহার করতে হবে

এতে করেঃ

১।চোখে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা পায়

২।নদুর্ঘটনায় ও রাসায়নিক ল্যাবে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হতে পারে যা থেকে রক্ষা পাওয়া যায়।

 

  • মাস্ক

 CO2 ,NO2,  NH3, SO2   ও অন্যান্য ক্ষতিকর  গ্যাস উৎপন্ন হয়। এসব গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, মাথা ধরা ও চোখে পানি আসা, জ্বালা করা ইত্যাদি ঘটে। মাস্ক ব্যবহারে এসব ক্ষতির মাত্রা কমানো যায়।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বর্জ্য পদার্থ রোধকরণ
সর্বোত্তম এটম ইকোনমি
শ্রমিকের স্বাস্থ্য সেবা
দূর্ঘটনা প্রতিরোধ
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion