মার্কিন প্রেসিডেন্ট

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
611
611
common.please_contribute_to_add_content_into মার্কিন প্রেসিডেন্ট.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

জিমি কার্টার
রুজভেল্ট
আইসেন হাওয়ার
রিচার্ড নিক্সন
আব্রাহাম লিংকন
এ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ
মার্চ অব পেঙ্গুইন
দ্যা গ্রাউন্ড ট্রুথ
ডেলিভার আস ফ্রম এভিল
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
জনগণের সরাসরি ভোটে
সিনেটের মাধ্যমে
ইলেকটোরাল কলেজের মাধ্যমে
প্রতিনিধি পরিষদের মাধ্যমে

জর্জ ওয়াশিংটন

471
471
  •  আমেরিকার রাজধানী জর্জ ওয়াশিংটনের নামে
  • প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৭৭৯ সালে
  • তিনি স্বাধীনতা সংগ্রামের সময় সেনাধ্যক্ষ ছিলেন।
common.content_added_by

আব্রাহাম লিংকন

424
424
  • ১৮৬৩ সালে Emancipation Proclamation ঘোষণা করেন 
  • ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
  • তাঁর সময়ে আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৩) হয়। ১৮৬৫ সালে আততায়ীর গুলিতে মারা যায়।
  •  তিনি 'গ্রিনব্যাক নামে এক ধরনের কাগজের মুদ্রা চালু করেন। ১৮৬৩ সালে তিনি দুই মিনিট স্থায়ী বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন।
  •  তাঁর দুটি বিখ্যাত উক্তি-

১. বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী।

২. Democracy is a government of the people by the people and for the people.

 

common.content_added_by

ড. উড্রো উইলসন

475
475
  • প্রথম বিশ্বযুদ্ধেরে সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
  • তিনি ছিলেন ২৮ তম প্রেসিডেন্ট।
  • জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় ‘চৌদ্দ দফা' ঘোষণা করেন।
  • লিগ অব ন্যাশনসের নামকরণ করেন।
     
common.content_added_by

ফ্রঙ্কলিন ডিলানো রুজভেল্ট

444
444
common.please_contribute_to_add_content_into ফ্রঙ্কলিন ডিলানো রুজভেল্ট.
common.content

হ্যারি এস ট্রুম্যান

469
469
  • ট্রুম্যান ডক্টিন এর জন্য বিখ্যাত ।
  • তিনি ছিলেন ৩৩তম প্রেসিডেন্ট।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে দায়িত্ব পালন করা এই মার্কিন প্রেসিডেন্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণা দেন।
common.content_added_by

জন এফ কেনেডি

438
438
common.please_contribute_to_add_content_into জন এফ কেনেডি.
common.content

নিক্সন

406
406
  • ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত।
  • যুক্তরাষ্ট্রের পদত্যাগকারী প্রেসিডেন্ট। 
  • আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
common.content_added_by

জিমি কার্টার

511
511
  • বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষর করার সময় মধ্যস্থতাকারী ছিলেন।
  • ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন।
  • তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- 'White House Diary.
common.content_added_by

রোনাল্ড রিগ্যান

416
416
  • হলিউডের অভিনেতা ছিলেন।
  • তিনি ছিলেন ৪০তম প্রেসিডেন্ট। 
  • যুক্তরাষ্ট্র গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান।
common.content_added_by

বিল ক্লিনটন

423
423
  • ২০০০ সালে তিনি ১ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।
  • ৪২তম প্রেসিডেন্ট।
  • তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-

'My Life'.

The President is Missing (Novel).

common.content_added_by

জর্জ বুশ

454
454
  • তিনি ছিলেন সাবেক ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পিতা ।
  • তিনি পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়েগাকে উৎখাত করেছিলেন। 
  • তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে ছাত্রদের ওপর নিগ্রহের পর চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বুশ সরকার।
common.content_added_by

জর্জ ডব্লিউ বুশ

512
512
  • ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট
  • তাঁর সময়ে আল কায়দা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার, পেন্টাগনসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বিমান হামলা চালায় যা Nine-eleven নামে পরিচিত।
  • টুইন টাওয়ারের ধ্বংসস্তুপটি এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত
  • সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে
  • Oppression enduring freedom পরিচালনা করেন । 
  • ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে আক্রমণ করেন war on terror নামে।

 

common.content_added_by

বারাক ওবামা

501
501
  • ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট।
  •  প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট কেনীয় বংশোদ্ভূত।
  • ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন সামরিক বন্দীশালা গুয়ানতানামো বে ২০০৯ সালে বন্ধ ঘোষণা করেন।
  •  ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • ইলিনয় রাজ্যের সিনেটর ছিলেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জো বাইডেন

431
431
  • সবচেয়ে বেশি বয়সে (৭৭ বছর বয়সে) মার্কিন প্রেসিডেন্ট (৪৬তম) নির্বাচিত হন।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট লাভ করেন। 
  • তিনি দীর্ঘসময় ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর (১৯৭৩- ২০০১) হিসেবে দায়িত্ব পালন করেন।
  •  তিনি আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জো বাইডেনের বিখ্যাত গ্রন্থ:

“Promises to Keep ”

"Promise Me, Dad"

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট

438
438
  • ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। 
  • ক্ষমতায় ছিলেন- ১২ বছর (দুই মেয়াদের বেশি)।
  • ৩২ তম মার্কিন প্রেসিডেন্ট।
  • জাতিসংঘ নামকরণ করেন।
common.content_added_by

জন এফ কেনোডি

511
511
  • পুলিত্জার পুরস্কার লাভ করেন।
  • তিনি ছিলেন আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট।
  • তাঁর বিখ্যাত উক্তি-

Ask not what your country can do for you, ask you can do for your country.

Let us never negotiate out of fear, but let us never fear to negotiate.

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion