মোর্শেদ সাহেব একজন স্বল্প বেতনের চাকুরীজীবী। তার একমাত্র সন্তান সাহেদ হার্টের রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য আত্মীয় স্বজনের কাছে সাহায্যের হাত বাড়ান। তাতে ব্যর্থ হলে মোর্শেদ সাহেব হতাশ হয়ে পড়েন। তার স্ত্রী-নার্গিস তাকে শান্তনা দিয়ে বলেন যে, দুঃখ ও কষ্টে হতাশ হওয়া যাবেনা। নার্গিস বেগম চিড়িয়াখানায় চাকুরী করেন। মানব সেবার পাশাপাশি তিনি জীব জন্তুকে ভালবাসেন। একদিন তিনি অফিস থেকে বাড়ী ফেরার পথে একটি আহত পাখি দেখতে পান। পাখিটিকে বাড়ীতে নিয়ে এসে স্বযত্নে সুস্থ করে তোলেন নার্গিস বেগমের বাবা রিফাত সাহেব তার কাজের প্রশংসা করে বলেন "তুমি আল্লাহর ভালবাসা লাভ করবে"।