কাতার বিশ্বকাপ ফুটবলের শুভেচ্ছাদূত ঘানিম আল মিফতাহ এক বিস্ময়কর বালক। কোমরের নিচের অংশ ছাড়াই সে জন্মগ্রহণ করে। ঘানিমের মা সাহসিনী নারী। তিনি স্বামীকে বললেন তুমি হবে পুত্রের ডান পা, আমি হবো বাম পা। তাঁরা নিবিড় পরিচর্যায় প্রতিবন্ধী পুত্রকে আগলে রাখলেন। ঘানিম স্কুলের সহপাঠীদের দ্বারা নানা কটু কথার স্বীকার হলেও মায়ের অদম্য সাহস ও অনুপ্রেরণায় নিজেকে অতুলনীয় ব্যক্তিত্বে রূপান্তর করে। ঘানিম উচ্চ শিক্ষা শেষে আজ একজন সফল উদ্যোক্তা ও বিশ্বব্যাপী সুপরিচিত অনুকরণীয় মানুষ।