common.or
auth.dont_have_account auth.register
(i)
"নাই কিরে সুখ? নাই কিরে সুখ? এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জনম-লয়?
(ii)
"কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর-অঙ্গন সংসার এই, যাও বীরবেশে কর গিয়ে রণ যে জিনিবে সুখ লভিবে সে-ই।"
"বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা, বহিছে যাহার চরণ চুমি।
_______________
হৃদয় আমার বাংলার লাগি, যে দেশেই থাকি সদা থাকে জাগি, স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার বাংলা আমার অমিয় ধারা।"
"এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের। দিয়া প্রহারেণ ধনঞ্জয় তাড়াব আমরা, করি না ভয় যত পরদেশি দস্যু ডাকাত রামাদের গামাদের।"
"মাগো, ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই, মা আমরা প্রতিবাদ করতে জানি।"