জুমার খুতবায় বাইতুল্লাহর মর্যাদার কথা শুনে খালেদ বললো, আগামী বছর আমি কাবা ঘর তাওয়াফ করতে মক্কা যাব, ইন্শা আল্লাহ। এ কথা শুনে খালেদের এক চাচা বললো, "পাথরের তৈরি একটি ঘরের চারপাশে ঘুরে কী লাভ? আমি ওসব ফজিলতে বিশ্বাস করি না।" খালেদ তার চাচাকে বললো, আপনি সুস্থ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক। আপনার উপর হজ করা ফরজ। চাচা বললেন, আমি মনে করি হজ না করে সে টাকা গরিবদের দিয়ে দিলে বেশি সাওয়াব। খালেদ বললো, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করলে তার পরিণতি মারাত্বক হবে।