কুরআন মাজিদের শিক্ষক মাও. শহীদ সাহেব ছাত্রদেরকে কুরআন মাজিদের আয়াতের পরিচয় দিতে গিয়ে বললেন পবিত্র কুরআন মাজিদের আয়াতসমূহ দু'ধরনের:
১ম = যার দ্বারা শরিয়তের আহকাম প্রতিষ্ঠিত, অর্থ স্পষ্ট ও বোধগম্য, যাকে কুরআনের মূল বলা হয়।
২য় = যার দ্বারা শরিয়তের আহকাম সাব্যস্ত হয় না। প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেহ জানে না। ফিৎনা সৃষ্টিকারীরা ভুল অর্থ করার চেষ্টা করে।