রায়হান দাখিল পরীক্ষার্থী। ।। রমজান মাসের পরেই তাঁর পরীক্ষা। সে কারণে পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতির জন্য রমজানের রোজা না রেখে সে বেশি বেশি পড়া শুনা করতে লাগল। এ অবস্থা দেখে তার পিতা তাকে বলল- রমজানের ফরজ রোজা পরিত্যাগ করে পরীক্ষার প্রস্তুতি নিলে মহান আল্লাহ তোমার উপর নাখোশ হবেন এবং তুমি তার রহমত থেকে বঞ্চিত হবে। প্রত্যুত্তরে বায়হান বলল-"আব্বা, রমজান আমার জীবনে বারবার আসবে কিন্তু পরীক্ষা একবারের বেশি আসবে না।" এদিকে খবিরুন্নেছা রমজান মাসে রোজা রাখার নিয়তে সাহরি খেতে উঠে দেখে সোবহে ছাদেক হয়ে গিয়েছে। তার পরেও সে ঘরের দরজা বন্ধ করে সাহরি খেয়ে রোজা রাখে।