common.or
auth.dont_have_account auth.register
কুরআন শিক্ষার জন্য রিয়াদ ও রাফি একজন আলিমের নিকট পড়ে। একদা রিয়াদ الْحَمْدُ لله رَبُّ الْعَلَمِينَ মশক করার সময় الْحَمْدُ এর স্থলে الْهَيْدُ পড়ল। অন্যদিকে রাফি উক্ত আয়াতের رَبُّ এর '' (রা) হরফকে বারিক বা পাতলা করে পাঠ করল।
বিশুদ্ধ কুরআন মাজিদ তেলাওয়াতের দুটি নিয়ম
ক
খ
যার অক্ষর দুটি
যার সংখ্যা ১৭ টি
পাঠের ধরন দুটি
যার হরুফ সংখ্যা ২৯ টি
হরকতের পরিবর্তনে উচ্চারণেরও পরিবর্তন হয়
যে ভুলে অর্থ পরিবর্তন হয়।
কখনও মোটা অথবা পাতলা করে পড়তে হয়।
নামাজ নষ্ট হতে পারে, যার কারণে গুণাহ হয়।