জিশান ও জাহেদ দুই বন্ধু। দু'জনের ধর্মচিন্তা দু'ধরনের। জিশান প্রকাশ্যে বলে যে, সে আল্লাহ, নবি, পরকাল এসবে বিশ্বাস করে না। তাকে বার বার সতর্ক করার পরও তার ধর্মচিন্তায় কোনো পরিবর্তন আসেনি।
পক্ষান্তরে জাহেদ মুসলমানদের সংস্পর্শে আসলে মুখে প্রকাশ করে যে, সে মুমিন। আবার যখন সে কাফেরদের কাছে নিভৃতে যায়, তখন তাদেরকে বলে, "আমিতো তোমাদেরই লোক, একান্ত তোমাদেরই সাথে আছি।"
রায়হান দাখিল পরীক্ষার্থী। ।। রমজান মাসের পরেই তাঁর পরীক্ষা। সে কারণে পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতির জন্য রমজানের রোজা না রেখে সে বেশি বেশি পড়া শুনা করতে লাগল। এ অবস্থা দেখে তার পিতা তাকে বলল- রমজানের ফরজ রোজা পরিত্যাগ করে পরীক্ষার প্রস্তুতি নিলে মহান আল্লাহ তোমার উপর নাখোশ হবেন এবং তুমি তার রহমত থেকে বঞ্চিত হবে। প্রত্যুত্তরে বায়হান বলল-"আব্বা, রমজান আমার জীবনে বারবার আসবে কিন্তু পরীক্ষা একবারের বেশি আসবে না।" এদিকে খবিরুন্নেছা রমজান মাসে রোজা রাখার নিয়তে সাহরি খেতে উঠে দেখে সোবহে ছাদেক হয়ে গিয়েছে। তার পরেও সে ঘরের দরজা বন্ধ করে সাহরি খেয়ে রোজা রাখে।
মুসলমানদের দু'টি পবিত্র স্থান | |
ক | খ |
সকল নামাজ আদায়ে যে দিকে মুখ ফেরাতে হয় | ১৬/১৭ মাস যাবত মুসলমানদের নামাজ আদায়ের সাথে সংশ্লিষ্ট |
মক্কা নগরীতে যার অবস্থান | মক্কা নগরীর বাহিরে অবস্থিত। |
স্থানটি হযরত ইব্রাহিম (আ) এর স্মৃতি বিজরিত | সকল নবি যেখানে একত্রে নামাজ আদায় করেন |
বরকতময় পানির ইতিহাস সমৃদ্ধ | সকল যুগে ইয়াহুদিদের তীর্থস্থান হিসাবে খ্যাত |
হজ পালনের সাথে অপরিহার্যভাবে সম্পৃক্ত | হজ পালনে এ স্থানের কোনো সম্পর্ক নেই |