নবাবপুরের বড় পীরের কাছে তার প্রিয় মুরিদ আনোয়ার নিজের মেয়ে হাফসাকে বিয়ে দিতে ইচ্ছুক। কিন্তু পীরসাহেব তাকে বললেন যে, মেয়েকে উপযুক্ত পাত্র খুঁজে কারও সঙ্গে বিয়ে দিয়ে দাও। পীরসাহেবের পরামর্শ অনুযায়ী আনোয়ার মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে। হাফসার সংসারজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।