রাশেদা বেগমের ছেলে রেহান। দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলের এমন অবস্থায় মা দিশেহারা। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে ছেলের সুস্থতার জন্য মোনাজাত করেন। নফল রোজা মানত করেন, ছেলে সুস্থ হলে হজ্জ পালন করাবেন বলেও নিয়ত করেন।