common.or
auth.dont_have_account auth.register
কাছেই একটা মফস্বল শহর। এখনো পুড়ছে। কালো জমাট ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠছে আকাশের দিকে। একটা মানুষ নেই। কুকুর নেই। জন্তু-জানোয়ার নেই। শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে।
হঠাৎ বানের জলে ভেসে যায় রুবেলের বাবা-মা ও তিন ভাই-বোন। রুবেল কোনো রকম প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে সবাইকে ভেসে যাওয়ার দৃশ্য ভুলতে পারে না। বানের জল কমে এলে অনাথ রুবেলের দিন কাটে মানুষের বাড়ি কামলা খেটে।