আমিনুল ইসলাম একজন সচ্ছল মানুষ। তিনি রড-সিমেন্টের ব্যবসা করেন। পাড়া-প্রতিবেশীদের সাথে রয়েছে সুসম্পর্ক। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ যেমন আদায় করেন তেমনি মানুষের সেবায় নিজ অর্থ ব্যয় করতেও দ্বিধাবোধ করেন না। ব্যবসা পরিচালনার জন্য তিনি কর্মচারীদের দায়িত্ব সুষম বণ্টন করেন। কিন্তু তারই দোকানের ম্যানেজার পরিচ্ছন্নতা কর্মী নির্ঝরকে নীচু জাতের বলে তার কাছে ঘেঁষতে দেয় না।