উদ্দীপক-১:
"যে নদে ঝাঁপিয়ে পড়ে প্রতিদিন কেটেছি সাঁতার
আমার শরীরে আজও তাহার ঢেউয়ের ছোঁয়া টের পাই,
যেন মায়ের আদর মাখা দু'হাতের দোলা।
সুবিশাল আমাজান কিংবা নীল নদের বাহুডোরে
এমন সুস্বাদু স্নেহ পাই নি তো আমি।"
উদ্দীপক-২:
মধুর চেয়েও আছে মধুর
সে এই আমার দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।