রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসা ডেনিস নামে একজন রাশিয়ান নাগরিকের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করতে করতে বন্ধুত্ব হয় স্থানীয় যুবক সুজনের। সুজন প্রায়ই ছুটির দিনে ডেনিসকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং নানা রকম দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করে। খাবারগুলো ডেনিস খুব পছন্দ করে এবং বিকেলে তারা বিভিন্ন স্থানে একসাথে ঘুরে বেড়ায়। ভিনদেশে এমন বন্ধু পেয়ে ডেনিস ভীষণ আনন্দিত।