common.or
auth.dont_have_account auth.register
দৃশ্যকল্প-(i) সুখের পিছে ছুটবে যত অসুখ ততো বাড়েবেশি পাবার প্রত্যাশা যার দুঃখ হাড়ে হাড়ে।
দৃশ্যকল্প-(ii)
পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও; তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।
দৃশ্যকল্প-১:
"কিন্তু যে সাধেনি কভূ জন্মভূমি হিত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্ত্বর অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর।"
দৃশ্যকল্প-২:
'বাংলার কাব্য, বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। সে দেশ আমার নয় গো আপণ, যে দেশে বাঙালি নেই।"
হরিশ্চন্দ্র রাজার পাঠ, পুণ্ডুনগর পাহাড়পুর বৌদ্ধ বিহার, পানাম নগর, রাণী হেলেন, ঈসা খাঁ, সম্রাট শাজাহান কালের করালে আজ প্রত্ন নিদর্শন।
'পথের ধারে বাজবে বেণু নদীরকূলে চড়বে ধেনু আঙিনাতে খেলবে শিশু পাখিরা গান গাবে।
তবুও দিন যাবে গো দিন যাবে।'