দশম শ্রেণির ছাত্রী সুরাইয়া বেশ কয়েকদিন থেকে স্কুলে অনুপস্থিত। বিষয়টি লক্ষ্য করে প্রধান শিক্ষক তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন সুরাইয়াকে তার বাবা বিয়ে দিতে যাচ্ছেন। কিন্তু সুরাইয়া এখন বিয়ে করতে চায় না। লেখা-পড়া করে প্রতিষ্ঠিত হতে চায়। প্রধান শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুরাইয়ার বিয়ে বন্ধ করিয়ে তাকে লেখা-পড়া চালিয়ে যাওয়ার পথ সুগম করেন।